Skip to content

সূরা আল মুরসালাত - শব্দ দ্বারা শব্দ

Al-Mursalat

(al-Mursalāt)

bismillaahirrahmaanirrahiim

وَالْمُرْسَلٰتِ عُرْفًاۙ ١

wal-mur'salāti
وَٱلْمُرْسَلَٰتِ
শপথ প্রেরিত (বায়ুর)
ʿur'fan
عُرْفًا
কল্যাণ সুরূপ
পর পর পাঠানো বাতাসের শপথ যা উপকার সাধন করে, ([৭৭] আল মুরসালাত: ১)
ব্যাখ্যা

فَالْعٰصِفٰتِ عَصْفًاۙ ٢

fal-ʿāṣifāti
فَٱلْعَٰصِفَٰتِ
অতঃপর ঝটিকার
ʿaṣfan
عَصْفًا
প্রলংকরী
অতঃপর তা প্রচন্ড ঝড়ের বেগে বইতে থাকে, ([৭৭] আল মুরসালাত: ২)
ব্যাখ্যা

وَّالنّٰشِرٰتِ نَشْرًاۙ ٣

wal-nāshirāti
وَٱلنَّٰشِرَٰتِ
এবং (মেঘপুঞ্জ) বিস্তারকারী (বায়ুর)
nashran
نَشْرًا
বিস্তার করা
শপথ সেই বায়ুর যা (মেঘমালাকে) ছড়িয়ে দেয় দূর দূরান্তে, ([৭৭] আল মুরসালাত: ৩)
ব্যাখ্যা

فَالْفٰرِقٰتِ فَرْقًاۙ ٤

fal-fāriqāti
فَٱلْفَٰرِقَٰتِ
প্রৃথককারী (বায়ুর) অতংপর
farqan
فَرْقًا
পৃথক করা (মেঘকে)
আর বিচ্ছিন্নকারী বাতাসের শপথ যা (মেঘমালাকে) বিচ্ছিন্ন করে, ([৭৭] আল মুরসালাত: ৪)
ব্যাখ্যা

فَالْمُلْقِيٰتِ ذِكْرًاۙ ٥

fal-mul'qiyāti
فَٱلْمُلْقِيَٰتِ
অতংপর জাগ্রতকারীদের (অন্তরে)
dhik'ran
ذِكْرًا
উপদেশ
অতঃপর (মানুষের অন্তরে) পৌঁছে দেয় (আল্লাহর) স্মরণ, ([৭৭] আল মুরসালাত: ৫)
ব্যাখ্যা

عُذْرًا اَوْ نُذْرًاۙ ٦

ʿudh'ran
عُذْرًا
অনুশোচনা করা
aw
أَوْ
বা
nudh'ran
نُذْرًا
সতর্কতা সুরূপ
(বিশ্বাসী লোকদেরকে) ক্ষমা চাওয়ার সুযোগ দেয়ার জন্য আর (কাফিরদেরকে) সতর্ক করার জন্য। ([৭৭] আল মুরসালাত: ৬)
ব্যাখ্যা

اِنَّمَا تُوْعَدُوْنَ لَوَاقِعٌۗ ٧

innamā
إِنَّمَا
(যা) মূলতঃ
tūʿadūna
تُوعَدُونَ
তোমাদের ওয়াদা করা হয়েছে
lawāqiʿun
لَوَٰقِعٌ
সংঘটিত হবে অবশ্যই
তোমাদেরকে যার ও‘য়াদা দেয়া হয়েছে তা অবশ্যই সংঘটিত হবে। ([৭৭] আল মুরসালাত: ৭)
ব্যাখ্যা

فَاِذَا النُّجُوْمُ طُمِسَتْۙ ٨

fa-idhā
فَإِذَا
যখন অতঃপর
l-nujūmu
ٱلنُّجُومُ
তারকাসমূহ
ṭumisat
طُمِسَتْ
স্লান করা হবে
যখন নক্ষত্ররাজির আলো বিলুপ্ত হবে, ([৭৭] আল মুরসালাত: ৮)
ব্যাখ্যা

وَاِذَا السَّمَاۤءُ فُرِجَتْۙ ٩

wa-idhā
وَإِذَا
যখন এবং
l-samāu
ٱلسَّمَآءُ
আসমান
furijat
فُرِجَتْ
বিদীর্ণ করা হবে
যখন আকাশ বিদীর্ণ হবে, ([৭৭] আল মুরসালাত: ৯)
ব্যাখ্যা
১০

وَاِذَا الْجِبَالُ نُسِفَتْۙ ١٠

wa-idhā
وَإِذَا
যখন এবং
l-jibālu
ٱلْجِبَالُ
পর্বত সমূহকে
nusifat
نُسِفَتْ
ধুনে ফেলা হবে
যখন পবর্তমালা ধুনিত হবে। ([৭৭] আল মুরসালাত: ১০)
ব্যাখ্যা