Skip to content

সূরা আল কলম - Page: 6

Al-Qalam

(al-Q̈alam)

৫১

وَاِنْ يَّكَادُ الَّذِيْنَ كَفَرُوْا لَيُزْلِقُوْنَكَ بِاَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُوْلُوْنَ اِنَّهٗ لَمَجْنُوْنٌ ۘ ٥١

wa-in
وَإِن
এবং যেন
yakādu
يَكَادُ
মনে হয়
alladhīna
ٱلَّذِينَ
যারা
kafarū
كَفَرُوا۟
অস্বীকার করেছে
layuz'liqūnaka
لَيُزْلِقُونَكَ
অবশ্যই তোমাকে পদংখলন করাবে
bi-abṣārihim
بِأَبْصَٰرِهِمْ
তাদের দৃষ্টিগুলো দিয়ে
lammā
لَمَّا
যখন
samiʿū
سَمِعُوا۟
তারা শুনে
l-dhik'ra
ٱلذِّكْرَ
উপদেশ(কুরআন)
wayaqūlūna
وَيَقُولُونَ
এবং তারা বলে
innahu
إِنَّهُۥ
"সেনিশ্চয়
lamajnūnun
لَمَجْنُونٌ
অবশ্যই পাগল"
কাফিররা যখন কুরআন শুনে তখন তারা যেন তাদের দৃষ্টি দিয়ে তোমাকে আছড়ে ফেলবে। আর তারা বলে, ‘‘সে তো অবশ্যই পাগল।’’ ([৬৮] আল কলম: ৫১)
ব্যাখ্যা
৫২

وَمَا هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِيْنَ ࣖ ٥٢

wamā
وَمَا
এবং নয়
huwa
هُوَ
তা
illā
إِلَّا
ছাড়া
dhik'run
ذِكْرٌ
উপদেশ
lil'ʿālamīna
لِّلْعَٰلَمِينَ
সারা বিশের জন্যে
অথচ এ কুরআন বিশ্বজগতের জন্য উপদেশ ছাড়া অন্য কিছুই নয়। ([৬৮] আল কলম: ৫২)
ব্যাখ্যা