قَالُوْا يٰٓاَبَانَا مَالَكَ لَا تَأْمَنَّ۫ا عَلٰى يُوْسُفَ وَاِنَّا لَهٗ لَنَاصِحُوْنَ ١١
- qālū
- قَالُوا۟
- তারা বললো
- yāabānā
- يَٰٓأَبَانَا
- "হে আমাদের পিতা
- mā
- مَا
- কি
- laka
- لَكَ
- আপনার হয়েছে
- lā
- لَا
- না
- tamannā
- تَأْمَ۫نَّا
- আমাদের বিশ্বাস করেন
- ʿalā
- عَلَىٰ
- ব্যাপারে
- yūsufa
- يُوسُفَ
- ইউসুফের
- wa-innā
- وَإِنَّا
- অথচ নিশ্চয়ই আমরা
- lahu
- لَهُۥ
- জন্যে তার
- lanāṣiḥūna
- لَنَٰصِحُونَ
- অবশ্যই (সবাই) হিতাকাঙ্ক্ষী
তারা বলল, ‘হে আমাদের আব্বাজান! কী ব্যাপার, আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না কেন, অথচ আমরা অবশ্যই তার কল্যাণকামী। ([১২] ইউসূফ: ১১)ব্যাখ্যা
اَرْسِلْهُ مَعَنَا غَدًا يَّرْتَعْ وَيَلْعَبْ وَاِنَّا لَهٗ لَحٰفِظُوْنَ ١٢
- arsil'hu
- أَرْسِلْهُ
- তাকে পাঠান
- maʿanā
- مَعَنَا
- আমাদের সাথে
- ghadan
- غَدًا
- আগামীকাল
- yartaʿ
- يَرْتَعْ
- সে ফল খাবে
- wayalʿab
- وَيَلْعَبْ
- ও খেলবে
- wa-innā
- وَإِنَّا
- এবং নিশ্চয়ই আমরা
- lahu
- لَهُۥ
- তার জন্যে"
- laḥāfiẓūna
- لَحَٰفِظُونَ
- অবশ্যই (সবাই) সংরক্ষক"
তাকে আগামীকাল আমাদের সঙ্গে পাঠিয়ে দিন, সে আমোদ করবে আর খেলবে, আমরা তার পুরোপুরি দেখাশুনা করব।’ ([১২] ইউসূফ: ১২)ব্যাখ্যা
قَالَ اِنِّيْ لَيَحْزُنُنِيْٓ اَنْ تَذْهَبُوْا بِهٖ وَاَخَافُ اَنْ يَّأْكُلَهُ الذِّئْبُ وَاَنْتُمْ عَنْهُ غٰفِلُوْنَ ١٣
- qāla
- قَالَ
- সে বললো
- innī
- إِنِّى
- "নিশ্চয়ই আমার
- layaḥzununī
- لَيَحْزُنُنِىٓ
- আমার অবশ্যই চিন্তা লাগে
- an
- أَن
- যে
- tadhhabū
- تَذْهَبُوا۟
- তোমরা যাবে
- bihi
- بِهِۦ
- নিয়ে তাকে
- wa-akhāfu
- وَأَخَافُ
- এবং আমি ভয় করি
- an
- أَن
- যে
- yakulahu
- يَأْكُلَهُ
- তাকে খেয়ে ফেলবে
- l-dhi'bu
- ٱلذِّئْبُ
- নেকড়ে বাঘ
- wa-antum
- وَأَنتُمْ
- এ অবস্থায় যে তোমরা
- ʿanhu
- عَنْهُ
- তার থেকে
- ghāfilūna
- غَٰفِلُونَ
- অমনোযোগী হয়ে যাবে"
পিতা বলল, ‘তোমরা যে তাকে নিয়ে যাবে সেটা আমাকে অবশ্যই কষ্ট দেবে আর আমি ভয় করছি যে, নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলবে, আর তখন তার সম্পর্কে তোমরা বে-খেয়াল হয়ে থাকবে।’ ([১২] ইউসূফ: ১৩)ব্যাখ্যা
قَالُوْا لَىِٕنْ اَكَلَهُ الذِّئْبُ وَنَحْنُ عُصْبَةٌ اِنَّآ اِذًا لَّخٰسِرُوْنَ ١٤
- qālū
- قَالُوا۟
- তারা বললো
- la-in
- لَئِنْ
- "অবশ্য যদি
- akalahu
- أَكَلَهُ
- তাকে খায়
- l-dhi'bu
- ٱلذِّئْبُ
- নেকড়ে বাঘ
- wanaḥnu
- وَنَحْنُ
- এ অবস্থায় যে আমরা
- ʿuṣ'batun
- عُصْبَةٌ
- একটি ঐক্যবদ্ধ দল
- innā
- إِنَّآ
- নিশ্চয়ই আমরা
- idhan
- إِذًا
- তাহ'লে
- lakhāsirūna
- لَّخَٰسِرُونَ
- অবশ্যই ক্ষতিগ্রস্ত হবো"
তারা বলল, ‘আমরা একটা দল থাকতে তাকে যদি নেকড়ে বাঘে খেয়ে ফেলে, তাহলে তো আমরা অপদার্থই বনে যাবো।’ ([১২] ইউসূফ: ১৪)ব্যাখ্যা
فَلَمَّا ذَهَبُوْا بِهٖ وَاَجْمَعُوْٓا اَنْ يَّجْعَلُوْهُ فِيْ غَيٰبَتِ الْجُبِّۚ وَاَوْحَيْنَآ اِلَيْهِ لَتُنَبِّئَنَّهُمْ بِاَمْرِهِمْ هٰذَا وَهُمْ لَا يَشْعُرُوْنَ ١٥
- falammā
- فَلَمَّا
- অতঃপর যখন
- dhahabū
- ذَهَبُوا۟
- তারা গেলো
- bihi
- بِهِۦ
- নিয়ে তাকে
- wa-ajmaʿū
- وَأَجْمَعُوٓا۟
- এবং তারা একমত হলো
- an
- أَن
- যে
- yajʿalūhu
- يَجْعَلُوهُ
- তাকে তারা ফেলে দিবে
- fī
- فِى
- মধ্যে
- ghayābati
- غَيَٰبَتِ
- (অন্ধকার) গভীরে
- l-jubi
- ٱلْجُبِّۚ
- কূপের
- wa-awḥaynā
- وَأَوْحَيْنَآ
- এ অবস্থায় আমরা ওহী করলাম
- ilayhi
- إِلَيْهِ
- তার কাছে
- latunabbi-annahum
- لَتُنَبِّئَنَّهُم
- "তাদের তুমি নিশ্চয়ই এক সময় জানিয়ে দিবে
- bi-amrihim
- بِأَمْرِهِمْ
- সম্পর্কে তাদের কাজ
- hādhā
- هَٰذَا
- এই
- wahum
- وَهُمْ
- (এখন) অথচ তারা
- lā
- لَا
- না
- yashʿurūna
- يَشْعُرُونَ
- তারা অনুভব করছে"
অতঃপর যখন তারা তাকে নিয়ে গেল, আর তাকে অন্ধ কূপে ফেলার ব্যাপারে মতৈক্যে পৌঁছল, এমতাবস্থায় আমি ইউসুফকে ওয়াহী করলাম- এক সময় আসবে যখন তুমি তাদেরকে তাদের এ কর্মের কথা অবশ্য অবশ্যই ব্যক্ত করবে।’ অথচ তারা (অর্থাৎ ইউসুফের ভাইয়েরা) মোটেই টের পাবে না। ([১২] ইউসূফ: ১৫)ব্যাখ্যা
وَجَاۤءُوْٓ اَبَاهُمْ عِشَاۤءً يَّبْكُوْنَۗ ١٦
- wajāū
- وَجَآءُوٓ
- এবং তারা আসলো
- abāhum
- أَبَاهُمْ
- তাদের পিতার কাছে
- ʿishāan
- عِشَآءً
- সন্ধ্যাকালে
- yabkūna
- يَبْكُونَ
- কাঁদতে কাঁদতে
রাতের প্রথম প্রহরে তারা তাদের পিতার কাছে কাঁদতে কাঁদতে আসল। ([১২] ইউসূফ: ১৬)ব্যাখ্যা
قَالُوْا يٰٓاَبَانَآ اِنَّا ذَهَبْنَا نَسْتَبِقُ وَتَرَكْنَا يُوْسُفَ عِنْدَ مَتَاعِنَا فَاَكَلَهُ الذِّئْبُۚ وَمَآ اَنْتَ بِمُؤْمِنٍ لَّنَا وَلَوْ كُنَّا صٰدِقِيْنَ ١٧
- qālū
- قَالُوا۟
- তারা বললো
- yāabānā
- يَٰٓأَبَانَآ
- "হে আমাদের পিতা
- innā
- إِنَّا
- নিশ্চয়ই আমরা
- dhahabnā
- ذَهَبْنَا
- আমরা গিয়েছিলাম
- nastabiqu
- نَسْتَبِقُ
- দৌড়ের পাল্লা দিচ্ছিলাম
- wataraknā
- وَتَرَكْنَا
- ও আমরা রেখে গিয়েছিলাম
- yūsufa
- يُوسُفَ
- ইউসুফকে
- ʿinda
- عِندَ
- কাছে
- matāʿinā
- مَتَٰعِنَا
- আমাদের মালপত্রের
- fa-akalahu
- فَأَكَلَهُ
- তাকে তখন খেয়ে ফেলে
- l-dhi'bu
- ٱلذِّئْبُۖ
- নেকড়ে বাঘ
- wamā
- وَمَآ
- অথচ নন
- anta
- أَنتَ
- আপনি
- bimu'minin
- بِمُؤْمِنٍ
- বিশ্বাসকারী
- lanā
- لَّنَا
- আমাদেরকে
- walaw
- وَلَوْ
- যদিও
- kunnā
- كُنَّا
- আমরা হই
- ṣādiqīna
- صَٰدِقِينَ
- (সবাই) সত্যবাদী"
তারা বলল, ‘হে আমাদের আব্বাজান! আমরা দৌড়ের প্রতিযোগিতা করছিলাম, আর ইউসুফকে আমরা আমাদের জিনিসপত্রের কাছে রেখে গিয়েছিলাম, তখন তাকে নেকড়ে বাঘে খেয়ে ফেলল, কিন্তু আপনি তো আমাদের কথা বিশ্বাস করবেন না, আমরা সত্যবাদী হলেও।’ ([১২] ইউসূফ: ১৭)ব্যাখ্যা
وَجَاۤءُوْ عَلٰى قَمِيْصِهٖ بِدَمٍ كَذِبٍۗ قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ اَنْفُسُكُمْ اَمْرًاۗ فَصَبْرٌ جَمِيْلٌ ۗوَاللّٰهُ الْمُسْتَعَانُ عَلٰى مَا تَصِفُوْنَ ١٨
- wajāū
- وَجَآءُو
- এবং তারা আসলো
- ʿalā
- عَلَىٰ
- উপর
- qamīṣihi
- قَمِيصِهِۦ
- তার জামার
- bidamin
- بِدَمٍ
- নিয়ে রক্ত (লাগিয়ে)
- kadhibin
- كَذِبٍۚ
- মিথ্যা
- qāla
- قَالَ
- সে বললো
- bal
- بَلْ
- "বরং
- sawwalat
- سَوَّلَتْ
- সাজিয়ে দিয়েছে
- lakum
- لَكُمْ
- তোমাদেরকে
- anfusukum
- أَنفُسُكُمْ
- তোমাদের মন
- amran
- أَمْرًاۖ
- এ কাজ
- faṣabrun
- فَصَبْرٌ
- অতএব ধৈর্য ধরাই
- jamīlun
- جَمِيلٌۖ
- উত্তম
- wal-lahu
- وَٱللَّهُ
- এবং আল্লাহই
- l-mus'taʿānu
- ٱلْمُسْتَعَانُ
- সাহায্যস্থল
- ʿalā
- عَلَىٰ
- এক্ষেত্রে
- mā
- مَا
- যা
- taṣifūna
- تَصِفُونَ
- তোমরা বর্ণনা করছো"
তারা তার জামায় মিছেমিছি রক্ত মাখিয়ে নিয়ে এসেছিল। পিতা বলল, ‘না, বরং তোমাদের প্রবৃত্তি তোমাদেরকে একটা কাহিনী বানাতে উদ্বুদ্ধ করেছে। ঠিক আছে, আমি পুরোপুরি ধৈর্য ধারণ করব, তোমরা যা বানিয়েছ সে ব্যাপারে আল্লাহই আমার আশ্রয়স্থল।’ ([১২] ইউসূফ: ১৮)ব্যাখ্যা
وَجَاۤءَتْ سَيَّارَةٌ فَاَرْسَلُوْا وَارِدَهُمْ فَاَدْلٰى دَلْوَهٗ ۗقَالَ يٰبُشْرٰى هٰذَا غُلٰمٌ ۗوَاَسَرُّوْهُ بِضَاعَةً ۗوَاللّٰهُ عَلِيْمٌ ۢبِمَا يَعْمَلُوْنَ ١٩
- wajāat
- وَجَآءَتْ
- এবং আসলো
- sayyāratun
- سَيَّارَةٌ
- এক যাত্রীদল
- fa-arsalū
- فَأَرْسَلُوا۟
- অতঃপর তারা পাঠালো
- wāridahum
- وَارِدَهُمْ
- তাদের পানি সংগ্রাহককে
- fa-adlā
- فَأَدْلَىٰ
- সে তখন নামিয়ে দিলো
- dalwahu
- دَلْوَهُۥۖ
- তার বালতি
- qāla
- قَالَ
- সে বললো
- yābush'rā
- يَٰبُشْرَىٰ
- "কি সুখবর!
- hādhā
- هَٰذَا
- এযে
- ghulāmun
- غُلَٰمٌۚ
- একটি ছেলে"
- wa-asarrūhu
- وَأَسَرُّوهُ
- এবং তাকে লুকালো
- biḍāʿatan
- بِضَٰعَةًۚ
- পণ্যদ্রব্য হিসেবে
- wal-lahu
- وَٱللَّهُ
- এবং আল্লাহ
- ʿalīmun
- عَلِيمٌۢ
- খুবই অবহিত
- bimā
- بِمَا
- বিষয়ে যা
- yaʿmalūna
- يَعْمَلُونَ
- তারা কাজ করছিলো
সেখানে একটা কাফেলা আসলো। তারা তাদের পানি সংগ্রহকারীকে পাঠালো। সে তার পানির বালতি নামিয়ে দিল। সে বলল, ‘কী খুশির খবর! এ যে দেখছি এক বালক!’ তারা তাকে পণ্য দ্রব্য জ্ঞানে লুকিয়ে দিল, আর তারা যা করছিল সে সম্পর্কে আল্লাহ খুবই অবহিত। ([১২] ইউসূফ: ১৯)ব্যাখ্যা
وَشَرَوْهُ بِثَمَنٍۢ بَخْسٍ دَرَاهِمَ مَعْدُوْدَةٍ ۚوَكَانُوْا فِيْهِ مِنَ الزَّاهِدِيْنَ ࣖ ٢٠
- washarawhu
- وَشَرَوْهُ
- এবং তাকে তারা বিক্রি করে দিলো
- bithamanin
- بِثَمَنٍۭ
- দাম দিয়ে
- bakhsin
- بَخْسٍ
- সামান্য
- darāhima
- دَرَٰهِمَ
- দিরহাম
- maʿdūdatin
- مَعْدُودَةٍ
- কয়েকটি মাত্র
- wakānū
- وَكَانُوا۟
- এবং তারা ছিলো
- fīhi
- فِيهِ
- তার (দামের) ব্যাপারে
- mina
- مِنَ
- অন্তর্ভুক্ত
- l-zāhidīna
- ٱلزَّٰهِدِينَ
- নিরাসক্তদের
তারা তাকে স্বল্প মূল্যে- মাত্র কয়টি দিরহামের বিনিময়ে বিক্রি করে দিল, তারা ছিল তাকে তুচ্ছ জ্ঞানকারী! ([১২] ইউসূফ: ২০)ব্যাখ্যা