Skip to content

কুরআন মজীদ সূরা ইউসূফ আয়াত ১১

Qur'an Surah Yusuf Verse 11

ইউসূফ [১২]: ১১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

قَالُوْا يٰٓاَبَانَا مَالَكَ لَا تَأْمَنَّ۫ا عَلٰى يُوْسُفَ وَاِنَّا لَهٗ لَنَاصِحُوْنَ (يوسف : ١٢)

qālū
قَالُوا۟
They said
তারা বললো
yāabānā
يَٰٓأَبَانَا
"O our father!
"হে আমাদের পিতা
مَا
Why
কি
laka
لَكَ
(do) you
আপনার হয়েছে
لَا
not
না
tamannā
تَأْمَ۫نَّا
trust us
আমাদের বিশ্বাস করেন
ʿalā
عَلَىٰ
with
ব্যাপারে
yūsufa
يُوسُفَ
Yusuf
ইউসুফের
wa-innā
وَإِنَّا
while indeed we
অথচ নিশ্চয়ই আমরা
lahu
لَهُۥ
(are) for him
জন্যে তার
lanāṣiḥūna
لَنَٰصِحُونَ
surely well-wishers?
অবশ্যই (সবাই) হিতাকাঙ্ক্ষী

Transliteration:

Qaaloo yaaa abaanaa maa laka laa taamannaa 'alaa Yoosufa wa innaa lahoo lanaa sihoon (QS. Yūsuf:11)

English Sahih International:

They said, "O our father, why do you not entrust us with Joseph while indeed, we are to him sincere counselors? (QS. Yusuf, Ayah ১১)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তারা বলল, ‘হে আমাদের আব্বাজান! কী ব্যাপার, আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না কেন, অথচ আমরা অবশ্যই তার কল্যাণকামী। (ইউসূফ, আয়াত ১১)

Tafsir Ahsanul Bayaan

তারা বলল, ‘হে আমাদের পিতা! ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে অবিশ্বাস করছেন কেন, যদিও আমরা তার হিতাকাঙ্ক্ষী?[১]

[১] এতে বুঝা যায় যে, ইতিপূর্বে ভাইরা ইউসুফ (আঃ)-কে নিজেদের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং পিতা তাঁদের সাথে পাঠাতে অস্বীকার করেছিলেন।

Tafsir Abu Bakr Zakaria

তারা বলল, ‘হে আমাদের পিতা! আপনার কি হলো যে, ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে নিরাপদ মনে করছেন না, অথচ আমরা তো তার শুভাকাঙ্ক্ষী?

Tafsir Bayaan Foundation

তারা বলল, ‘হে আমাদের পিতা, কী হল আপনার, ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে নিরাপদ মনে করছেন না, অথচ আমরাই তার হিতাকাঙ্ক্ষী’?

Muhiuddin Khan

তারা বললঃ পিতাঃ ব্যাপার কি, আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না ? আমরা তো তার হিতাকাংখী।

Zohurul Hoque

তারা বলল -- ''হে আমাদের আব্বা! তোমার কি হয়েছে যেজন্যে তুমি ইউসুফের ব্যাপারে আমাদের বিশ্বাস কর না, অথচ নিঃসন্দেহ আমরা তো তার শুভাকাঙ্খী?