Skip to content

কুরআন মজীদ সূরা আশ-শো'আরা আয়াত ৭২

Qur'an Surah Ash-Shu'ara Verse 72

আশ-শো'আরা [২৬]: ৭২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

قَالَ هَلْ يَسْمَعُوْنَكُمْ اِذْ تَدْعُوْنَ ۙ (الشعراء : ٢٦)

qāla
قَالَ
He said
(ইবরাহীম) বললো
hal
هَلْ
"Do
"কি
yasmaʿūnakum
يَسْمَعُونَكُمْ
they hear you
তারা শুনতে পায় তোমাদেরকে
idh
إِذْ
when
যখন
tadʿūna
تَدْعُونَ
you call?
তোমরা ডাকো

Transliteration:

Qaala hal yasma'oona kum iz tad'oon (QS. aš-Šuʿarāʾ:72)

English Sahih International:

He said, "Do they hear you when you supplicate? (QS. Ash-Shu'ara, Ayah ৭২)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

ইবরাহীম বলল- ‘তোমরা যখন (তাদেরকে) ডাক তখন কি তারা তোমাদের কথা শোনে? (আশ-শো'আরা, আয়াত ৭২)

Tafsir Ahsanul Bayaan

সে বলল, ‘তোমরা আহবান করলে ওরা কি শোনে?

Tafsir Abu Bakr Zakaria

তিনি বললেন, ‘তোমরা যখন আহ্বান কর তখন তারা তোমাদের আহ্বান শোনে কি?’

Tafsir Bayaan Foundation

সে বলল, ‘যখন তোমরা ডাক তখন তারা কি তোমাদের সে ডাক শুনতে পায়?’

Muhiuddin Khan

ইব্রাহীম (আঃ) বললেন, তোমরা যখন আহবান কর, তখন তারা শোনে কি?

Zohurul Hoque

তিনি বললেন, ''তারা কি তোমাদের শোনে যখন তোমরা ডাকো?