Skip to content

কুরআন মজীদ সূরা আশ-শো'আরা আয়াত ৭১

Qur'an Surah Ash-Shu'ara Verse 71

আশ-শো'আরা [২৬]: ৭১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

قَالُوْا نَعْبُدُ اَصْنَامًا فَنَظَلُّ لَهَا عٰكِفِيْنَ (الشعراء : ٢٦)

qālū
قَالُوا۟
They said
তারা বলেছিলো
naʿbudu
نَعْبُدُ
"We worship
"আমরা পূজা করি
aṣnāman
أَصْنَامًا
idols
(কিছু) মূর্তির
fanaẓallu
فَنَظَلُّ
so we will remain
অতঃপর আমরা লেগে থাকি
lahā
لَهَا
to them
জন্যে তাদের
ʿākifīna
عَٰكِفِينَ
devoted"
নিষ্ঠাবান হয়ে"

Transliteration:

Qaaloo na'budu asnaaman fanazallu lahaa 'aakifeen (QS. aš-Šuʿarāʾ:71)

English Sahih International:

They said, "We worship idols and remain to them devoted." (QS. Ash-Shu'ara, Ayah ৭১)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তারা বলেছিল- ‘আমরা মূর্তির পূজা করি, আর আমরা সদা সর্বদা তাদেরকে আঁকড়ে থাকি।’ (আশ-শো'আরা, আয়াত ৭১)

Tafsir Ahsanul Bayaan

ওরা বলল, ‘আমরা প্রতিমার পূজা করি এবং আমরা নিষ্ঠার সাথে ওদের পূজায় নিরত থাকি।’[১]

[১] অর্থাৎ, দিবা-রাত্রি ওদেরই উপাসনা করি।

Tafsir Abu Bakr Zakaria

তারা বলল, ‘আমরা মূর্তির পূজা করি সুতরাং আমরা নিষ্ঠার সাথে সেগুলোকে আঁকড়ে থাকব।’

Tafsir Bayaan Foundation

তারা বলল, ‘আমরা মূর্তির পূজা করি। অতঃপর এগুলোর পূজায় আমরা নিষ্ঠার সাথে রত থাকি’।

Muhiuddin Khan

তারা বলল, আমরা প্রতিমার পূজা করি এবং সারাদিন এদেরকেই নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি।

Zohurul Hoque

তারা বললে -- ''আমরা প্রতিমাদের পূজা করি, আর আমরা তাদের আরাধনায় নিষ্ঠাবান থাকব।’’