কুরআন মজীদ সূরা আশ-শো'আরা আয়াত ২২১
Qur'an Surah Ash-Shu'ara Verse 221
আশ-শো'আরা [২৬]: ২২১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
هَلْ اُنَبِّئُكُمْ عَلٰى مَنْ تَنَزَّلُ الشَّيٰطِيْنُ ۗ (الشعراء : ٢٦)
- hal
- هَلْ
- Shall
- কি
- unabbi-ukum
- أُنَبِّئُكُمْ
- I inform you
- জানাবো তোমাদেরকে
- ʿalā
- عَلَىٰ
- upon
- উপর
- man
- مَن
- whom
- কার
- tanazzalu
- تَنَزَّلُ
- descend
- অবতীর্ণ হয়
- l-shayāṭīnu
- ٱلشَّيَٰطِينُ
- the devils?
- শয়তানরা
Transliteration:
Hal unabbi'ukum 'alaa man tanazzalush Shayaateen(QS. aš-Šuʿarāʾ:221)
English Sahih International:
Shall I inform you upon whom the devils descend? (QS. Ash-Shu'ara, Ayah ২২১)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আমি কি তোমাদেরকে জানাব কাদের নিকট শয়ত্বানরা অবতীর্ণ হয়। (আশ-শো'আরা, আয়াত ২২১)
Tafsir Ahsanul Bayaan
আমি তোমাদেরকে জানাব কি, কার নিকট শয়তান অবতীর্ণ হয়?
Tafsir Abu Bakr Zakaria
তোমাদেরকে কি আমি জানাব কার কাছে শয়তানরা নাযিল হয়?
Tafsir Bayaan Foundation
‘আমি কি তোমাদেরকে সংবাদ দেব, কার নিকট শয়তানরা অবতীর্ণ হয়’?
Muhiuddin Khan
আমি আপনাকে বলব কি কার নিকট শয়তানরা অবতরণ করে?
Zohurul Hoque
আমি কি তোমাদের জানাব কাদের উপরে শয়তানরা অবতরণ করে?