কুরআন মজীদ সূরা কাহফ আয়াত ৯২
Qur'an Surah Al-Kahf Verse 92
কাহফ [১৮]: ৯২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
ثُمَّ اَتْبَعَ سَبَبًا (الكهف : ١٨)
- thumma
- ثُمَّ
- Then
- এরপর
- atbaʿa
- أَتْبَعَ
- he followed
- সে অনুসরণ করলো
- sababan
- سَبَبًا
- a course
- (আরও) এক পথ
Transliteration:
Summa atba'a sababaa(QS. al-Kahf:92)
English Sahih International:
Then he followed a way. (QS. Al-Kahf, Ayah ৯২)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
এরপর সে আরেক পথ ধরল। (কাহফ, আয়াত ৯২)
Tafsir Ahsanul Bayaan
আবার সে এক পথ অবলম্বন করল। [১]
[১] অর্থাৎ, এবার তিনি অন্য দিকে যেতে প্রস্তুত হলেন।
Tafsir Abu Bakr Zakaria
তারপর সে আরেক মাধ্যম অবলম্বন করল,
Tafsir Bayaan Foundation
তারপর সে আরেক পথ অবলম্বন করল।
Muhiuddin Khan
আবার তিনি এক পথ ধরলেন।
Zohurul Hoque
তারপর তিনি এক পথ ধরলেন।