Skip to content

সূরা কাহফ - Page: 7

Al-Kahf

(al-Kahf)

৬১

فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَا حُوْتَهُمَا فَاتَّخَذَ سَبِيْلَهٗ فِى الْبَحْرِ سَرَبًا ٦١

falammā
فَلَمَّا
অতঃপর যখন
balaghā
بَلَغَا
দু'জনে পৌঁছে গেলো
majmaʿa
مَجْمَعَ
সংগমস্থলে
baynihimā
بَيْنِهِمَا
দুই (সাগরের) মাঝের
nasiyā
نَسِيَا
দু'জনে ভুলে গেলো
ḥūtahumā
حُوتَهُمَا
দু'জনের মাছকে
fa-ittakhadha
فَٱتَّخَذَ
অতঃপর (মাছ) করে নিলো
sabīlahu
سَبِيلَهُۥ
পথ তার
فِى
মধ্যে
l-baḥri
ٱلْبَحْرِ
সমুদ্রের
saraban
سَرَبًا
সুড়ঙ্গ করে
অতঃপর যখন তারা দু’জনে দুই সমুদ্রের মিলন স্থলে পৌঁছল, তারা তাদের মাছের কথা ভুলে গেল আর সেটি সমুদ্রে তার পথ করে নিল সুড়ঙ্গের মত। ([১৮] কাহফ: ৬১)
ব্যাখ্যা
৬২

فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتٰىهُ اٰتِنَا غَدَاۤءَنَاۖ لَقَدْ لَقِيْنَا مِنْ سَفَرِنَا هٰذَا نَصَبًا ٦٢

falammā
فَلَمَّا
অতঃপর যখন
jāwazā
جَاوَزَا
দু'জনে অতিক্রম করলো
qāla
قَالَ
সে বললো
lifatāhu
لِفَتَىٰهُ
তার যুবক (সেবক)-কে
ātinā
ءَاتِنَا
"আমাদেরকে দাও
ghadāanā
غَدَآءَنَا
আমাদের (নাশতা) খাবার
laqad
لَقَدْ
নিশ্চয়ই
laqīnā
لَقِينَا
আমরা পেয়েছি
min
مِن
থেকে
safarinā
سَفَرِنَا
আমাদের ভ্রমণ
hādhā
هَٰذَا
এই
naṣaban
نَصَبًا
ক্লান্তি"
যখন তারা আরো এগিয়ে গেল, সে তার সঙ্গীকে বলল, ‘আমাদের সকালের খাবার আন, আমরা আমাদের এই সফরে বড়ই ক্লান্ত হয়ে পড়েছি।’ ([১৮] কাহফ: ৬২)
ব্যাখ্যা
৬৩

قَالَ اَرَاَيْتَ اِذْ اَوَيْنَآ اِلَى الصَّخْرَةِ فَاِنِّيْ نَسِيْتُ الْحُوْتَۖ وَمَآ اَنْسٰىنِيْهُ اِلَّا الشَّيْطٰنُ اَنْ اَذْكُرَهٗۚ وَاتَّخَذَ سَبِيْلَهٗ فِى الْبَحْرِ عَجَبًا ٦٣

qāla
قَالَ
সে বললো
ara-ayta
أَرَءَيْتَ
"কি আপনি লক্ষ্য করেছেন
idh
إِذْ
যখন
awaynā
أَوَيْنَآ
আমরা আশ্রয় নিয়েছিলাম
ilā
إِلَى
কাছে
l-ṣakhrati
ٱلصَّخْرَةِ
পাথরের
fa-innī
فَإِنِّى
তখন আমি নিশ্চয়ই
nasītu
نَسِيتُ
ভুলে গিয়েছিলাম
l-ḥūta
ٱلْحُوتَ
মাছকে
wamā
وَمَآ
এবং না
ansānīhu
أَنسَىٰنِيهُ
তা আমাকে ভুলিয়েছিলো
illā
إِلَّا
ছাড়া
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
শয়তান
an
أَنْ
যে
adhkurahu
أَذْكُرَهُۥۚ
তা উল্লেখ করবো আমি
wa-ittakhadha
وَٱتَّخَذَ
এবং করে নিলো (মাছ)
sabīlahu
سَبِيلَهُۥ
পথ তার
فِى
মধ্যে
l-baḥri
ٱلْبَحْرِ
সাগরের
ʿajaban
عَجَبًا
আশ্চর্যভাবে"
সঙ্গীটি বলল, ‘আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন শিলাখন্ডে (বসে) ছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম। সেটার কথা আপনাকে বলতে শয়তানই আমাকে ভুলিয়ে দিয়েছিল আর মাছটি বিস্ময়করভাবে সমুদ্রে তার রাস্তা করে চলে গিয়েছিল।’ ([১৮] কাহফ: ৬৩)
ব্যাখ্যা
৬৪

قَالَ ذٰلِكَ مَا كُنَّا نَبْغِۖ فَارْتَدَّا عَلٰٓى اٰثَارِهِمَا قَصَصًاۙ ٦٤

qāla
قَالَ
সে বললো
dhālika
ذَٰلِكَ
"সেটাই
مَا
যা
kunnā
كُنَّا
চেয়েছি
nabghi
نَبْغِۚ
আমরা"
fa-ir'taddā
فَٱرْتَدَّا
অতঃপর দু'জনে ফিরে চললো
ʿalā
عَلَىٰٓ
উপর
āthārihimā
ءَاثَارِهِمَا
তাদের দু'জনের পায়ের চিহ্ন
qaṣaṣan
قَصَصًا
অনুসরণ করে
মূসা বলল, ‘এটাই তো সে জায়গা যেটা আমরা খুঁজছি।’ কাজেই তারা তাদের পায়ের চিহ্ন ধরে ফিরে গেল। ([১৮] কাহফ: ৬৪)
ব্যাখ্যা
৬৫

فَوَجَدَا عَبْدًا مِّنْ عِبَادِنَآ اٰتَيْنٰهُ رَحْمَةً مِّنْ عِنْدِنَا وَعَلَّمْنٰهُ مِنْ لَّدُنَّا عِلْمًا ٦٥

fawajadā
فَوَجَدَا
তখন দু'জনে পেলো
ʿabdan
عَبْدًا
এক দাসকে
min
مِّنْ
মধ্য হ'তে
ʿibādinā
عِبَادِنَآ
আমাদের দাসদের
ātaynāhu
ءَاتَيْنَٰهُ
তাকে আমরা দিয়েছিলাম
raḥmatan
رَحْمَةً
অনুগ্রহ
min
مِّنْ
থেকে
ʿindinā
عِندِنَا
আমাদের নিকট
waʿallamnāhu
وَعَلَّمْنَٰهُ
এবং তাকে আমরা শিখিয়েছিলাম
min
مِن
থেকে
ladunnā
لَّدُنَّا
আমাদের
ʿil'man
عِلْمًا
জ্ঞান
তখন তারা আমার বান্দাদের এক বান্দাকে পেল, যার প্রতি আমার পক্ষ থেকে অনুগ্রহ দান করেছিলাম আর আমার পক্ষ থেকে তাকে বিশেষ জ্ঞান দান করেছিলাম। ([১৮] কাহফ: ৬৫)
ব্যাখ্যা
৬৬

قَالَ لَهٗ مُوسٰى هَلْ اَتَّبِعُكَ عَلٰٓى اَنْ تُعَلِّمَنِ مِمَّا عُلِّمْتَ رُشْدًا ٦٦

qāla
قَالَ
বললো
lahu
لَهُۥ
তাকে
mūsā
مُوسَىٰ
মূসা
hal
هَلْ
"কি
attabiʿuka
أَتَّبِعُكَ
আপনাকে অনুসরণ করবো
ʿalā
عَلَىٰٓ
(এ কথার) উপর
an
أَن
যে
tuʿallimani
تُعَلِّمَنِ
আপনি আমাকে শিখাবেন
mimmā
مِمَّا
তা হ'তে যা
ʿullim'ta
عُلِّمْتَ
আপনাকে শিখানো হয়েছে
rush'dan
رُشْدًا
সত্য জ্ঞান"
মূসা তাকে বলল, ‘আমি কি এ শর্তে আপনার অনুসরণ করব যে, আপনি আমাকে সেই (বিশেষ) জ্ঞান থেকে শিক্ষা দেবেন যে জ্ঞান আপনাকে শেখানো হয়েছে?’ ([১৮] কাহফ: ৬৬)
ব্যাখ্যা
৬৭

قَالَ اِنَّكَ لَنْ تَسْتَطِيْعَ مَعِيَ صَبْرًا ٦٧

qāla
قَالَ
সে বললো
innaka
إِنَّكَ
"নিশ্চয়ই আপনি
lan
لَن
কখনও না
tastaṭīʿa
تَسْتَطِيعَ
পারবেন
maʿiya
مَعِىَ
আমার সাথে
ṣabran
صَبْرًا
ধৈর্য ধরতে
সে বলল, ‘আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না।’ ([১৮] কাহফ: ৬৭)
ব্যাখ্যা
৬৮

وَكَيْفَ تَصْبِرُ عَلٰى مَا لَمْ تُحِطْ بِهٖ خُبْرًا ٦٨

wakayfa
وَكَيْفَ
এবং কেমমন করে
taṣbiru
تَصْبِرُ
ধৈর্য ধরবেন
ʿalā
عَلَىٰ
(এ বিষয়ের) উপর
مَا
যা
lam
لَمْ
নি করেন
tuḥiṭ
تُحِطْ
আয়ত্ত্ব
bihi
بِهِۦ
সম্পর্কে তা
khub'ran
خُبْرًا
অভিজ্ঞতায়"
আপনি কীভাবে সে বিষয়ে ধৈর্য ধারণ করবেন যা আপনার জ্ঞানের আয়ত্বের বাইরে?’ ([১৮] কাহফ: ৬৮)
ব্যাখ্যা
৬৯

قَالَ سَتَجِدُنِيْٓ اِنْ شَاۤءَ اللّٰهُ صَابِرًا وَّلَآ اَعْصِيْ لَكَ اَمْرًا ٦٩

qāla
قَالَ
সে বললো
satajidunī
سَتَجِدُنِىٓ
"অচিরেই আপনি পাবেন আমাকে
in
إِن
যদি
shāa
شَآءَ
চান
l-lahu
ٱللَّهُ
আল্লাহ্‌
ṣābiran
صَابِرًا
ধৈর্যধারণকারীরূপে
walā
وَلَآ
এবং না
aʿṣī
أَعْصِى
আমি অবাধ্যতা করবো
laka
لَكَ
আপনার
amran
أَمْرًا
নির্দেশের"
মূসা বলল, ‘আল্লাহ চাইলে আমাকে ধৈর্যশীলই পাবেন, আমি আপনার কোন নির্দেশই লঙ্ঘন করব না।’ ([১৮] কাহফ: ৬৯)
ব্যাখ্যা
৭০

قَالَ فَاِنِ اتَّبَعْتَنِيْ فَلَا تَسْـَٔلْنِيْ عَنْ شَيْءٍ حَتّٰٓى اُحْدِثَ لَكَ مِنْهُ ذِكْرًا ࣖ ٧٠

qāla
قَالَ
সে বললো
fa-ini
فَإِنِ
"তাহ'লে যদি
ittabaʿtanī
ٱتَّبَعْتَنِى
আমার অনুসরণ করেন
falā
فَلَا
তবে না
tasalnī
تَسْـَٔلْنِى
আমাকে প্রশ্ন করবেন
ʿan
عَن
সম্বন্ধে
shayin
شَىْءٍ
কোনো কিছু
ḥattā
حَتَّىٰٓ
যতক্ষণ না
uḥ'ditha
أُحْدِثَ
আমি বলি
laka
لَكَ
আপনার জন্য
min'hu
مِنْهُ
তা থেকে
dhik'ran
ذِكْرًا
কিছু বর্ণনা"
সে বলল, ‘আপনি যেহেতু আমার অনুসরণ করতেই চান, তাহলে আপনি আমাকে কোন ব্যাপারেই প্রশ্ন করবেন না যতক্ষণ না আমি নিজেই সে সম্পর্কে আপনাকে বলি।’ ([১৮] কাহফ: ৭০)
ব্যাখ্যা