Skip to content

সূরা বনী ইসরাঈল - Page: 5

Al-Isra

(al-ʾIsrāʾ)

৪১

وَلَقَدْ صَرَّفْنَا فِيْ هٰذَا الْقُرْاٰنِ لِيَذَّكَّرُوْاۗ وَمَا يَزِيْدُهُمْ اِلَّا نُفُوْرًا ٤١

walaqad
وَلَقَدْ
এবং নিশ্চয়ই
ṣarrafnā
صَرَّفْنَا
আমরা বারবার বর্ণনা করেছি
فِى
মধ্যে
hādhā
هَٰذَا
এই
l-qur'āni
ٱلْقُرْءَانِ
কুরআনের
liyadhakkarū
لِيَذَّكَّرُوا۟
যেন তারা শিক্ষা নেয়
wamā
وَمَا
কিন্তু না
yazīduhum
يَزِيدُهُمْ
বৃদ্ধি পায় তাদের
illā
إِلَّا
এছাড়া
nufūran
نُفُورًا
বিমুখতা
আমি এ কুরআনে নানাভাবে (বিষয়াবলী) ব্যাখ্যা করেছি যাতে তারা উপদেশ গ্রহণ করে, কিন্তু তা তাদের (সত্য হতে) পলায়নের মনোবৃত্তিই বৃদ্ধি করেছে। ([১৭] বনী ইসরাঈল: ৪১)
ব্যাখ্যা
৪২

قُلْ لَّوْ كَانَ مَعَهٗ ٓ اٰلِهَةٌ كَمَا يَقُوْلُوْنَ اِذًا لَّابْتَغَوْا اِلٰى ذِى الْعَرْشِ سَبِيْلًا ٤٢

qul
قُل
বলো
law
لَّوْ
"যদি
kāna
كَانَ
থাকতো
maʿahu
مَعَهُۥٓ
তাঁর সাথে
ālihatun
ءَالِهَةٌ
কোনো ইলাহ
kamā
كَمَا
যেমন
yaqūlūna
يَقُولُونَ
তারা বলে
idhan
إِذًا
তাহ'লে
la-ib'taghaw
لَّٱبْتَغَوْا۟
তারা অবশ্যই খোঁজ করতো
ilā
إِلَىٰ
দিকে
dhī
ذِى
অধিপতির
l-ʿarshi
ٱلْعَرْشِ
আরশের
sabīlan
سَبِيلًا
পথ"
বল- তাঁর সঙ্গে যদি আরো ইলাহ থাকত যেমন তারা বলে, তাহলে তারা অবশ্যই আরশের মালিকের নিকট পৌঁছার জন্য পথের সন্ধান করত। ([১৭] বনী ইসরাঈল: ৪২)
ব্যাখ্যা
৪৩

سُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يَقُوْلُوْنَ عُلُوًّا كَبِيْرًا ٤٣

sub'ḥānahu
سُبْحَٰنَهُۥ
তিনি পবিত্র
wataʿālā
وَتَعَٰلَىٰ
ও মহিমাময়
ʿammā
عَمَّا
তা হ'তে যা
yaqūlūna
يَقُولُونَ
তারা বলে
ʿuluwwan
عُلُوًّا
উপরে
kabīran
كَبِيرًا
বহু
তিনি পবিত্র ও অতি উচ্চ, তারা যা বলে তাত্থেকে অনেক অনেক ঊর্ধ্বে। ([১৭] বনী ইসরাঈল: ৪৩)
ব্যাখ্যা
৪৪

تُسَبِّحُ لَهُ السَّمٰوٰتُ السَّبْعُ وَالْاَرْضُ وَمَنْ فِيْهِنَّۗ وَاِنْ مِّنْ شَيْءٍ اِلَّا يُسَبِّحُ بِحَمْدِهٖ وَلٰكِنْ لَّا تَفْقَهُوْنَ تَسْبِيْحَهُمْۗ اِنَّهٗ كَانَ حَلِيْمًا غَفُوْرًا ٤٤

tusabbiḥu
تُسَبِّحُ
পবিত্রতা ঘোষণা করছে
lahu
لَهُ
জন্যে তাঁর
l-samāwātu
ٱلسَّمَٰوَٰتُ
আকাশমন্ডলী
l-sabʿu
ٱلسَّبْعُ
সাত
wal-arḍu
وَٱلْأَرْضُ
ও পৃথিবী
waman
وَمَن
এবং যা কিছু আছে
fīhinna
فِيهِنَّۚ
মধ্যে তাদের
wa-in
وَإِن
এবং নেই
min
مِّن
কোনো
shayin
شَىْءٍ
বস্তু
illā
إِلَّا
এছাড়া যে
yusabbiḥu
يُسَبِّحُ
পবিত্রতা ঘোষণা করছে
biḥamdihi
بِحَمْدِهِۦ
সাথে তাঁর সপ্রশংসার
walākin
وَلَٰكِن
কিন্তু
لَّا
না
tafqahūna
تَفْقَهُونَ
তোমরা অনুধাবন করো
tasbīḥahum
تَسْبِيحَهُمْۗ
তাদের পবিত্রতা ঘোষণা করা
innahu
إِنَّهُۥ
নিশ্চয়ই তিনি
kāna
كَانَ
হলেন
ḥalīman
حَلِيمًا
সহনশীল
ghafūran
غَفُورًا
ক্ষমা পরায়ণ"
সাত আসমান, যমীন আর এগুলোর মাঝে যা আছে সব কিছুই তাঁর মহিমা ঘোষণা করে। এমন কোন জিনিসই নেই যা তাঁর প্রশংসাসহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না। কিন্তু তোমরা বুঝতে পার না কীভাবে তারা তাঁর মহিমা ঘোষণা করে। তিনি পরম সহিষ্ণু, বড়ই ক্ষমাপরায়ণ। ([১৭] বনী ইসরাঈল: ৪৪)
ব্যাখ্যা
৪৫

وَاِذَا قَرَأْتَ الْقُرْاٰنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ حِجَابًا مَّسْتُوْرًاۙ ٤٥

wa-idhā
وَإِذَا
এবং যখন
qarata
قَرَأْتَ
তুমি পাঠ করো
l-qur'āna
ٱلْقُرْءَانَ
কুরআন
jaʿalnā
جَعَلْنَا
আমরা বানাই
baynaka
بَيْنَكَ
তোমার মাঝে
wabayna
وَبَيْنَ
ও মাঝে
alladhīna
ٱلَّذِينَ
তাদের (যারা)
لَا
না
yu'minūna
يُؤْمِنُونَ
ঈমান আনে
bil-ākhirati
بِٱلْءَاخِرَةِ
উপর আখিরাতের
ḥijāban
حِجَابًا
পর্দা
mastūran
مَّسْتُورًا
প্রচ্ছন্ন
তুমি যখন কুরআন পাঠ কর তখন আমি তোমার আর যারা আখেরাতে বিশ্বাস করে না তাদের মাঝে একটা অদৃশ্য পর্দা স্থাপন ক’রে দিয়েছি। ([১৭] বনী ইসরাঈল: ৪৫)
ব্যাখ্যা
৪৬

وَّجَعَلْنَا عَلٰى قُلُوْبِهِمْ اَكِنَّةً اَنْ يَّفْقَهُوْهُ وَفِيْٓ اٰذَانِهِمْ وَقْرًاۗ وَاِذَا ذَكَرْتَ رَبَّكَ فِى الْقُرْاٰنِ وَحْدَهٗ وَلَّوْا عَلٰٓى اَدْبَارِهِمْ نُفُوْرًا ٤٦

wajaʿalnā
وَجَعَلْنَا
এবং আমরা রেখে দিই
ʿalā
عَلَىٰ
উপর
qulūbihim
قُلُوبِهِمْ
অন্তরসমূহের তাদের
akinnatan
أَكِنَّةً
আবরণ
an
أَن
যে (না)
yafqahūhu
يَفْقَهُوهُ
তা তারা বুঝে
wafī
وَفِىٓ
এবং মধ্যে আছে
ādhānihim
ءَاذَانِهِمْ
কানগুলোর তাদের
waqran
وَقْرًاۚ
বধিরতা
wa-idhā
وَإِذَا
এবং যখন
dhakarta
ذَكَرْتَ
তুমি উল্লেখ করো
rabbaka
رَبَّكَ
তোমার রবকে
فِى
মধ্যে
l-qur'āni
ٱلْقُرْءَانِ
কুরআনের
waḥdahu
وَحْدَهُۥ
তাঁর একত্ত্বতা
wallaw
وَلَّوْا۟
তারা ফিরে
ʿalā
عَلَىٰٓ
দিকে
adbārihim
أَدْبَٰرِهِمْ
পিঠের তাদের
nufūran
نُفُورًا
ঘৃণায়
আর আমি তাদের অন্তরের উপর এক আবরণ দিয়ে দিয়েছি যাতে তারা কুরআন বুঝতে না পারে, আর তাদের কানে সৃষ্টি করেছি বধিরতা। আর যখন তুমি কুরআনে তোমার প্রতিপালকের একত্বের উল্লেখ কর, তখন তারা (সত্য থেকে) পালিয়ে পিছনে মুখ ঘুরিয়ে নেয়। ([১৭] বনী ইসরাঈল: ৪৬)
ব্যাখ্যা
৪৭

نَحْنُ اَعْلَمُ بِمَا يَسْتَمِعُوْنَ بِهٖٓ اِذْ يَسْتَمِعُوْنَ اِلَيْكَ وَاِذْ هُمْ نَجْوٰٓى اِذْ يَقُوْلُ الظّٰلِمُوْنَ اِنْ تَتَّبِعُوْنَ اِلَّا رَجُلًا مَّسْحُوْرًا ٤٧

naḥnu
نَّحْنُ
আমরা
aʿlamu
أَعْلَمُ
খুব জানি
bimā
بِمَا
ঐ বিষয়ে যা
yastamiʿūna
يَسْتَمِعُونَ
তারা মনোযোগ দিয়ে শুনে
bihi
بِهِۦٓ
তা সম্বন্ধে
idh
إِذْ
যখন
yastamiʿūna
يَسْتَمِعُونَ
তারা কান পেতে শোনে
ilayka
إِلَيْكَ
তোমার প্রতি
wa-idh
وَإِذْ
এবং যখন
hum
هُمْ
তারা
najwā
نَجْوَىٰٓ
গোপন পরামর্শ করে
idh
إِذْ
তখন
yaqūlu
يَقُولُ
বলে
l-ẓālimūna
ٱلظَّٰلِمُونَ
সীমালঙ্ঘনকারীরা
in
إِن
"না
tattabiʿūna
تَتَّبِعُونَ
তোমরা অনুসরণ করছো
illā
إِلَّا
ছাড়া
rajulan
رَجُلًا
এক ব্যক্তিকে
masḥūran
مَّسْحُورًا
জাদুগ্রস্ত"
আমি ভাল করেই জানি তারা কান লাগিয়ে কী শুনে যখন তারা তোমার কথা কান লাগিয়ে শুনে। আর যখন তারা গোপনে পরস্পর আলোচনায় বসে তখন যালিমরা বলে, ‘তোমরা তো কেবল এক যাদুগ্রস্ত লোকের অনুসরণ করে চলেছ।’ ([১৭] বনী ইসরাঈল: ৪৭)
ব্যাখ্যা
৪৮

اُنْظُرْ كَيْفَ ضَرَبُوْا لَكَ الْاَمْثَالَ فَضَلُّوْا فَلَا يَسْتَطِيْعُوْنَ سَبِيْلًا ٤٨

unẓur
ٱنظُرْ
লক্ষ্য করো
kayfa
كَيْفَ
কেমন
ḍarabū
ضَرَبُوا۟
তারা বর্ণনা করে
laka
لَكَ
জন্যে তোমার
l-amthāla
ٱلْأَمْثَالَ
উপমাগুলো
faḍallū
فَضَلُّوا۟
অতএব তারা বিভ্রান্ত হয়েছে
falā
فَلَا
তাই না
yastaṭīʿūna
يَسْتَطِيعُونَ
তারা পেতে পারে
sabīlan
سَبِيلًا
পথ
লক্ষ্য কর, তারা তোমার সম্পর্কে কেমন সব উদাহরণ দিচ্ছে! যার ফলে তারা পথহারা হয়ে গেছে আর তারা কক্ষনো পথ পাবে না। ([১৭] বনী ইসরাঈল: ৪৮)
ব্যাখ্যা
৪৯

وَقَالُوْٓا ءَاِذَا كُنَّا عِظَامًا وَّرُفَاتًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ خَلْقًا جَدِيْدًا ٤٩

waqālū
وَقَالُوٓا۟
এবং তারা বলে
a-idhā
أَءِذَا
"কি যখন
kunnā
كُنَّا
আমরা পরিণত হবো
ʿiẓāman
عِظَٰمًا
হাড়ে
warufātan
وَرُفَٰتًا
এবং চূর্ণ-বিচূর্ণ (মাটিতে)
a-innā
أَءِنَّا
কি নিশ্চয়ই আমরা
lamabʿūthūna
لَمَبْعُوثُونَ
অবশ্যই উত্থিত হবো
khalqan
خَلْقًا
সৃষ্টিতে
jadīdan
جَدِيدًا
নতুন"
তারা বলে, ‘কী! আমরা হাড্ডি আর ধূলা-মাটিতে পরিণত হওয়ার পর কি এক নতুন সৃষ্টিরূপে উত্থিত হব?’ ([১৭] বনী ইসরাঈল: ৪৯)
ব্যাখ্যা
৫০

۞ قُلْ كُوْنُوْا حِجَارَةً اَوْ حَدِيْدًاۙ ٥٠

qul
قُلْ
বলো
kūnū
كُونُوا۟
"তোমরা হয়ে যাও
ḥijāratan
حِجَارَةً
পাথর
aw
أَوْ
বা
ḥadīdan
حَدِيدًا
লোহা
বল, ‘তোমরা যদি পাথর কিংবা লোহাও হয়ে যাও, ([১৭] বনী ইসরাঈল: ৫০)
ব্যাখ্যা