Skip to content

কুরআন মজীদ সূরা হিজর আয়াত ৭৯

Qur'an Surah Al-Hijr Verse 79

হিজর [১৫]: ৭৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

فَانْتَقَمْنَا مِنْهُمْۘ وَاِنَّهُمَا لَبِاِمَامٍ مُّبِيْنٍۗ ࣖ (الحجر : ١٥)

fa-intaqamnā
فَٱنتَقَمْنَا
So We took retribution
অতঃপর আমরা প্রতিশোধ নিই
min'hum
مِنْهُمْ
from them
থেকে তাদের
wa-innahumā
وَإِنَّهُمَا
and indeed they both
এবং নিশ্চয়ই উভয়েই
labi-imāmin
لَبِإِمَامٍ
(were) on a highway
অবশ্যই পথের সাথে
mubīnin
مُّبِينٍ
clear
প্রকাশ্য

Transliteration:

Fantaqamnaa minhum wa innahumaa labi imaamim mubeen (QS. al-Ḥijr:79)

English Sahih International:

So We took retribution from them, and indeed, both [cities] are on a clear highway. (QS. Al-Hijr, Ayah ৭৯)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

কাজেই তাদের উপর প্রতিশোধ নিয়েছিলাম, এ দু’টো জনপদই প্রকাশ্য পথের উপর অবস্থিত। (হিজর, আয়াত ৭৯)

Tafsir Ahsanul Bayaan

সুতরাং আমি তাদের নিকট থেকে প্রতিশোধ নিয়েছি; ওদের উভয়ই তো প্রকাশ্য পথপাশে অবস্থিত।[১]

[১] إمام مبين (প্রকাশ্য পথ)এর অর্থও আম রাস্তা, যে রাস্তা দিয়ে লোক দিনরাত্রি যাওয়া-আসা করে। উভয় শহর বলতে লূত সম্প্রদায়ের শহর ও শুআইব জাতির বসতি মাদয়্যানকে বুঝানো হয়েছে। এই দুই শহর ছিল একে অপরের সন্নিকটে।

Tafsir Abu Bakr Zakaria

অতঃপর আমরা তাদের থেকে প্রতিশোধ নিলাম, আর এ জনপদ দু’টিই প্রকাশ্য পথের পাশে অবস্থিত।

Tafsir Bayaan Foundation

অতঃপর আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম। আর এ (জনপদ) দু’টি উন্মুক্ত রাস্তার পাশেই বিদ্যমান।

Muhiuddin Khan

অতঃপর আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিয়েছি। উভয় বস্তি প্রকাশ্য রাস্তার উপর অবস্থিত।

Zohurul Hoque

সেজন্য তাদের থেকে আমরা প্রতিফল আদায় করেছিলাম। তারা উভয়েই তো রয়েছে প্রকাশ্য রাজপথে।