Skip to content

কুরআন মজীদ সূরা হিজর আয়াত ৬৩

Qur'an Surah Al-Hijr Verse 63

হিজর [১৫]: ৬৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

قَالُوْا بَلْ جِئْنٰكَ بِمَا كَانُوْا فِيْهِ يَمْتَرُوْنَ (الحجر : ١٥)

qālū
قَالُوا۟
They said
তারা বললো
bal
بَلْ
"Nay
"বরং
ji'nāka
جِئْنَٰكَ
we have come to you
তোমার কাছে আমরা এসেছি
bimā
بِمَا
with what
ঐ বিষয় নিয়ে যা
kānū
كَانُوا۟
they were
তারা ছিলো
fīhi
فِيهِ
in it
সে ব্যাপারে
yamtarūna
يَمْتَرُونَ
disputing
সন্দেহ করতো

Transliteration:

Qaaloo bal ji'naaka bimaa kaanoo feehi yamtaroon (QS. al-Ḥijr:63)

English Sahih International:

They said, "But we have come to you with that about which they were disputing, (QS. Al-Hijr, Ayah ৬৩)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তারা বলল, ‘আমরা তা-ই নিয়ে এসেছি যে ব্যাপারে এ লোকেরা সন্দেহে পতিত ছিল। (হিজর, আয়াত ৬৩)

Tafsir Ahsanul Bayaan

তারা বলল, ‘না, বরং তারা যে বিষয়ে সন্দিহান ছিল আমরা তোমার নিকট তাই নিয়ে এসেছি। [১]

[১] অর্থাৎ আল্লাহর আযাব। যার ব্যাপারে তোমার জাতির সন্দেহ হয় যে, তা কী আসতে পারে?

Tafsir Abu Bakr Zakaria

তারা বলল, ‘না, তারা যে বিষয়ে সন্দিগ্ধ ছিল আমরা আপনার কাছে তা’ই নিয়ে এসেছি;

Tafsir Bayaan Foundation

তারা বলল, ‘বরং আমরা তোমার কাছে এমন বিষয় নিয়ে এসেছি, যাতে তারা সন্দেহ করত’।

Muhiuddin Khan

তারা বললঃ না বরং আমরা আপনার কাছে ঐ বস্তু নিয়ে এসেছি, যে সম্পর্কে তারা বিবাদ করত।

Zohurul Hoque

তারা বললে -- ''আমরা নিশ্চয়ই তোমার কাছে এসেছি তাই নিয়ে যে-সন্বন্ধে তারা তর্ক-বিতর্ক করত।