Skip to content

কুরআন মজীদ সূরা মাঊন আয়াত ৪

Qur'an Surah Al-Ma'un Verse 4

মাঊন [১০৭]: ৪ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

فَوَيْلٌ لِّلْمُصَلِّيْنَۙ (الماعون : ١٠٧)

fawaylun
فَوَيْلٌ
So woe
অতএব দুর্ভোগ
lil'muṣallīna
لِّلْمُصَلِّينَ
to those who pray
(ঐসব) সালাত আদায়কারীদের জন্য

Transliteration:

Fa wai lul-lil mu salleen (QS. al-Maʿūn:4)

English Sahih International:

So woe to those who pray . (QS. Al-Ma'un, Ayah ৪)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অতএব দুর্ভোগ সে সব নামায আদায়কারীর (মাঊন, আয়াত ৪)

Tafsir Ahsanul Bayaan

সুতরাং পরিতাপ সেই নামায আদায়কারীদের জন্য;

Tafsir Abu Bakr Zakaria

কাজেই দুর্ভোগ সে সালাত আদায়কারীদের,

Tafsir Bayaan Foundation

অতএব সেই সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ,

Muhiuddin Khan

অতএব দুর্ভোগ সেসব নামাযীর,

Zohurul Hoque

অতএব ধিক্ সেইসব নামায-পড়ুয়াদের প্রতি --