Skip to content

কুরআন মজীদ সূরা আত তাওবাহ আয়াত ৮৭

Qur'an Surah At-Tawbah Verse 87

আত তাওবাহ [৯]: ৮৭ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

رَضُوْا بِاَنْ يَّكُوْنُوْا مَعَ الْخَوَالِفِ وَطُبِعَ عَلٰى قُلُوْبِهِمْ فَهُمْ لَا يَفْقَهُوْنَ (التوبة : ٩)

raḍū
رَضُوا۟
They (were) satisfied
তারা পছন্দ করেছে
bi-an
بِأَن
to
নিয়ে যে
yakūnū
يَكُونُوا۟
be
তারা থাকবে
maʿa
مَعَ
with
সাথে
l-khawālifi
ٱلْخَوَالِفِ
those who stay behind
অন্তঃপুরবাসিনীদের
waṭubiʿa
وَطُبِعَ
and were sealed
ও সীল করা হয়েছে
ʿalā
عَلَىٰ
[on]
উপর
qulūbihim
قُلُوبِهِمْ
their hearts
অন্তরসমূহের তাদের
fahum
فَهُمْ
so they
অতএব তারা
لَا
(do) not
না
yafqahūna
يَفْقَهُونَ
understand
তারা বুঝে

Transliteration:

Radoo bi ai yakoonoo ma'al khawaalifi wa tubi'a 'alaa quloobihim fahum laa yafqahoon (QS. at-Tawbah:87)

English Sahih International:

They were satisfied to be with those who stay behind, and their hearts were sealed over, so they do not understand. (QS. At-Tawbah, Ayah ৮৭)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তারা পিছনে (ঘরে বসে) থাকা স্ত্রীলোকদের সাথে থাকাকেই পছন্দ করে, তাদের হৃদয়কে সীল করে দেয়া হয়েছে, কাজেই তারা কিছুই বুঝতে পারে না। (আত তাওবাহ, আয়াত ৮৭)

Tafsir Ahsanul Bayaan

তারা অন্তঃপুরবাসিনীদের সাথে থাকতে পছন্দ করল এবং তাদের অন্তরে মোহর লাগিয়ে দেওয়া হল। সুতরাং তারা বুঝতে অক্ষম। [১]

[১] অন্তরে মোহর লেগে যাওয়াঃ এটি অব্যাহতভাবে গোনাহ করতে থাকার কুফল। যার বিশদ আলোচনা পূর্বে করা হয়েছে। অন্তরে মোহর লাগার পর মানুষ চিন্তা-ভাবনা করা ও কিছু বুঝার যোগ্যতা থেকে বঞ্চিত হয়ে যায়।

Tafsir Abu Bakr Zakaria

তারা অন্তঃপুর বাসিনীদের সাথে অবস্থান করাই পছন্দ করেছে এবং তাদের অন্তরের উপর মোহর এঁটে দেয়া হলো; ফলে তারা বুঝতে পারে না।

Tafsir Bayaan Foundation

তারা পেছনে থাকা লোকদের সাথে থাকা বেছে নিল এবং তাদের অন্তরসমূহের উপর মোহর এঁটে দেয়া হল, ফলে তারা বুঝতে পারে না ।

Muhiuddin Khan

তারা পেছনে পড়ে থাকা লোকদের সাথে থেকে যেতে পেরে আনন্দিত হয়েছে এবং মোহর এঁটে দেয়া হয়েছে তাদের অন্তরসমূহের উপর। বস্তুতঃ তারা বোঝে না।

Zohurul Hoque

তারা পেছনে-রয়ে-থাকাদের সাথে অবস্থান করাই পছন্দ করেছিল, আর তাদের হৃদয়ের উপরে মোহর মেরে দেয়া হয়েছে, কাজেই তারা বুঝতে পারে না।