Skip to content

কুরআন মজীদ সূরা আত তাওবাহ আয়াত ৬৩

Qur'an Surah At-Tawbah Verse 63

আত তাওবাহ [৯]: ৬৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اَلَمْ يَعْلَمُوْٓا اَنَّهٗ مَنْ يُّحَادِدِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَاَنَّ لَهٗ نَارَ جَهَنَّمَ خَالِدًا فِيْهَاۗ ذٰلِكَ الْخِزْيُ الْعَظِيْمُ (التوبة : ٩)

alam
أَلَمْ
Do not
কি না
yaʿlamū
يَعْلَمُوٓا۟
they know
তারা জানে
annahu
أَنَّهُۥ
that he
নিশ্চিত যে
man
مَن
who
যে ব্যক্তি
yuḥādidi
يُحَادِدِ
opposes
বিরোধিতা করে
l-laha
ٱللَّهَ
Allah
আল্লাহর
warasūlahu
وَرَسُولَهُۥ
and His Messenger
ও রাসূলের তাঁর (সাথে)
fa-anna
فَأَنَّ
[then] that
অতঃপর নিশ্চয়ই
lahu
لَهُۥ
for him
জন্যে তার(রয়েছে)
nāra
نَارَ
(is the) Fire
আগুন
jahannama
جَهَنَّمَ
(of) Hell
জাহান্নামের
khālidan
خَٰلِدًا
(will) abide forever
সে চিরস্থায়ী হবে
fīhā
فِيهَاۚ
in it?
মধ্যে তার
dhālika
ذَٰلِكَ
That
এটা
l-khiz'yu
ٱلْخِزْىُ
(is) the disgrace
অপমান
l-ʿaẓīmu
ٱلْعَظِيمُ
the great
চরম

Transliteration:

Alam ya'lamooo annahoo mai yuhaadidillaaha wa Rasoolahoo faanna lahoo Naara jahannama khaalidan feehaa; zaalikal khizyul 'Azeem (QS. at-Tawbah:63)

English Sahih International:

Do they not know that whoever opposes Allah and His Messenger – that for him is the fire of Hell, wherein he will abide eternally? That is the great disgrace. (QS. At-Tawbah, Ayah ৬৩)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তারা কি জানে না যে, যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রসূলের বিরোধিতা করে তার জন্য আছে জাহান্নামের আগুন যেখানে সে হবে চিরস্থায়ী? আর এটা খুবই লাঞ্ছনার ব্যাপার। (আত তাওবাহ, আয়াত ৬৩)

Tafsir Ahsanul Bayaan

তারা কি জানে না যে, যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রসূলের বিরুদ্ধাচরণ করে, তাহলে সুনিশ্চিতভাবে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন; সে তাতে অনন্তকাল থাকবে। এটা হচ্ছে চরম লাঞ্ছনা।

Tafsir Abu Bakr Zakaria

তারা কি জানে না যে, যে ব্যক্তি আল্লাহ্‌ ও তাঁর রাসূলের বিরোধিতা করে [১] তার জন্য তো আছে জাহান্নামের আগুন, যেখানে সে স্থায়ী হবে? এটাই চরম লাঞ্ছনা।

[১] তারা যেহেতু রাসূলকে কষ্ট দিয়েছে, মুমিনদের কাছে মিথ্যা শপথ করে তাদেরকে ধোঁকা দিতে চেষ্টা করছে, সুতরাং তারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতায় নেমেছে। আর যারাই আল্লাহ্ তা'আলা ও তার রাসূলের বিরোধিতায় নামে তাদের জন্য জাহান্নাম অবধারিত। আর তা ‘নিঃসন্দেহে লাঞ্ছিত জীবন। [সা'দী; মুয়াসসার]

Tafsir Bayaan Foundation

তারা কি জানে না, যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের বিরোধিতা করে, তবে তার জন্য অবশ্যই জাহান্নাম, তাতে সে চিরকাল থাকবে। এটা মহালাঞ্ছনা।

Muhiuddin Khan

তারা কি একথা জেনে নেয়নি যে, আল্লাহর সাথে এবং তাঁর রসূলের সাথে যে মোকাবেলা করে তার জন্যে নির্ধারিত রয়েছে দোযখ; তাতে সব সময় থাকবে। এটিই হল মহা-অপমান।

Zohurul Hoque

তারা কি জানে না যে যে-কেউ আল্লাহ্ ও তাঁর রসূলের বিরুদ্ধে কাজ করে তার জন্য তবে রয়েছে জাহান্নামের আগুন তাতে অবস্থানের জন্যে? ঐটিই তো চরম লাঞ্ছনা।