কুরআন মজীদ সূরা আত তাওবাহ আয়াত ১০
Qur'an Surah At-Tawbah Verse 10
আত তাওবাহ [৯]: ১০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
لَا يَرْقُبُوْنَ فِيْ مُؤْمِنٍ اِلًّا وَّلَا ذِمَّةً ۗوَاُولٰۤىِٕكَ هُمُ الْمُعْتَدُوْنَ (التوبة : ٩)
- lā
- لَا
- Not
- না
- yarqubūna
- يَرْقُبُونَ
- they respect (the ties)
- তারা সম্মান করে
- fī
- فِى
- towards
- ব্যাপারে
- mu'minin
- مُؤْمِنٍ
- a believer
- মু'মিনের
- illan
- إِلًّا
- (of) kinship
- আত্মীয়তার
- walā
- وَلَا
- and not
- আর না
- dhimmatan
- ذِمَّةًۚ
- covenant of protection
- প্রতিশ্রুতির (দায়িত্ব)
- wa-ulāika
- وَأُو۟لَٰٓئِكَ
- And those
- এবং ঐসব লোক
- humu
- هُمُ
- [they]
- তারা
- l-muʿ'tadūna
- ٱلْمُعْتَدُونَ
- (are) the transgressors
- সীমালঙ্ঘনকারী
Transliteration:
Laa yarquboona fee mu'minin illanw wa laa zimmah wa ulaaa 'ika humulmu 'tadoon(QS. at-Tawbah:10)
English Sahih International:
They do not observe toward a believer any pact of kinship or covenant of protection. And it is they who are the transgressors. (QS. At-Tawbah, Ayah ১০)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
কোন ঈমানদার ব্যক্তির ব্যাপারে তারা না কোন আত্মীয়তার মর্যাদা দেয়, আর না কোন ওয়াদা-অঙ্গীকারের। এরা হল সেই লোক যারা সীমালঙ্ঘনকারী। (আত তাওবাহ, আয়াত ১০)
Tafsir Ahsanul Bayaan
তারা কোন বিশ্বাসীর সাথে আত্মীয়তা ও অঙ্গীকারের মর্যাদা রক্ষা করে না, তারাই সীমালংঘনকারী।[১]
[১] বারবার এ কথা পুনরুক্তির উদ্দেশ্য হল, মুশরিক ও ইয়াহুদীদের হৃদয়ে ইসলামের প্রতি বিদ্বেষ এবং অন্তরের গোপন শত্রুতার জ্বালাকে মুসলিমদের জন্য প্রকাশ করে দেওয়া।
Tafsir Abu Bakr Zakaria
তারা কোন মুমিনের সাথে আত্মীয়তার ও অঙ্গীকারের মর্যাদা রক্ষা করে না আর তারাই সীমালংঘনকারী [১]।
[১] এ আয়াতে তাদের চরম হঠকারিতার বর্ণনা দিয়ে বলা হয় যে, এরা চুক্তিবদ্ধ মুসলিমদের সাথেই যে বিশ্বাসঘাতকতা ও আত্মীয়তার মর্যাদা ক্ষুন্ন করে তা নয় বরং তারা যে কোন মুসলিমের সাথে বিশ্বাস ভঙ্গ করবে, আত্মীয়তাকেও জলাঞ্জলি দেবে। সুতরাং যে কারণে তারা তোমাদের বিরোধিতা করছে তা হচ্ছে, ঈমান। সেটাই তাদের কাছে কঠোর হয়েছে। সুতরাং তোমরা তোমাদের দ্বীনের পক্ষ থেকে প্রতিরোধ কর। তোমাদের দ্বীনের শক্রদেরকে শক্র হিসেবেই গ্রহণ কর। [সা’দী]
Tafsir Bayaan Foundation
তারা কোন মুমিনের ব্যাপারে আত্মীয়তা ও অঙ্গীকারের খেয়াল রাখে না। আর তারাই হল সীমালঙ্ঘনকারী।
Muhiuddin Khan
তারা মর্যাদা দেয় না কোন মুসলমানের ক্ষেত্রে আত্নীয়তার, আর না অঙ্গীকারের। আর তারাই সীমালংঘনকারী।
Zohurul Hoque
তারা কোনো মুমিনের বেলায় আত্মীয়তার বা চুক্তির বন্ধন-সন্বন্ধে ভাবে না। এরা নিজেরাই হচ্ছে সীমালংঘনকারী।