Skip to content

কুরআন মজীদ সূরা আত-তাতফীফ আয়াত ৯

Qur'an Surah Al-Mutaffifin Verse 9

আত-তাতফীফ [৮৩]: ৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

كِتٰبٌ مَّرْقُوْمٌۗ (المطففين : ٨٣)

kitābun
كِتَٰبٌ
A book
খাতা/ আমলনামা
marqūmun
مَّرْقُومٌ
written
চিহ্নিত

Transliteration:

Kitaabum marqoom (QS. al-Muṭaffifīn:9)

English Sahih International:

It is [their destination recorded in] a register inscribed. (QS. Al-Mutaffifin, Ayah ৯)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

সীলমোহরকৃত কিতাব। (আত-তাতফীফ, আয়াত ৯)

Tafsir Ahsanul Bayaan

ওটা হচ্ছে লিপিবদ্ধ পুস্তক।

Tafsir Abu Bakr Zakaria

চিহ্নিত আমলনামা [১]।

[১] مرقوم শব্দের কয়েকটি অর্থ আছে, লিখিত, চিহ্নিত এবং মোহরাঙ্কিত। [কুরতুবী] অর্থাৎ কিতাবটি লিখা শেষ হওয়ার পর তাতে মোহর মেরে দেয়া হয়েছে ফলে তাতে হ্রাস বৃদ্ধি ঘটবে না। আর কিতাব বলতে, আমলনামা বোঝানো হয়েছে। ইবনে কাসীর বলেন, এটা সিজ্জীনের তাফসীর নয়; বরং পূর্ববতী كِتٰبَ الْفُجَّارِ এর বর্ণনা। অর্থ এই যে, কাফের ও পাপাচারীদের আমলনামা মোহর লাগিয়ে সংরক্ষিত করা হবে। ফলে এতে হ্রাস-বৃদ্ধি ও পরিবর্তনের সম্ভাবনা থাকবে না। এই সংরক্ষণের স্থান হবে সিজ্জীন। এর প্রমাণ আমরা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু ‘আনহু বর্ণিত হাদীসে দেখতে পাই। সেখানে বলা হয়েছে, মহান আল্লাহ্ কাফেরদের রূহ হরণ হওয়ার পর বলবেন,

اكْتُبُوا كِتَابَه فيِ سِجِّيْنٍ فيِ الأَرْضِ السُّفْلٰى

“তার কিতাবকে সর্বনিম্ন যমীনে সিজ্জীনে লিখে রাখ’’। [মুসনাদে আহমাদঃ ৪/২৮৭]

Tafsir Bayaan Foundation

লিখিত কিতাব।

Muhiuddin Khan

এটা লিপিবদ্ধ খাতা।

Zohurul Hoque

স্পষ্টভাবে লিখিত নিবন্ধগ্রন্থ।