Skip to content

কুরআন মজীদ সূরা আল আহক্বাফ আয়াত ৩২

Qur'an Surah Al-Ahqaf Verse 32

আল আহক্বাফ [৪৬]: ৩২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَمَنْ لَّا يُجِبْ دَاعِيَ اللّٰهِ فَلَيْسَ بِمُعْجِزٍ فِى الْاَرْضِ وَلَيْسَ لَهٗ مِنْ دُوْنِهٖٓ اَوْلِيَاۤءُ ۗ اُولٰۤىِٕكَ فِيْ ضَلٰلٍ مُّبِيْنٍ (الأحقاف : ٤٦)

waman
وَمَن
And whoever
আর যে
لَّا
(does) not
না
yujib
يُجِبْ
respond
সাড়া দেয়
dāʿiya
دَاعِىَ
(to the) caller
আহবানকারীর (ডাকে)
l-lahi
ٱللَّهِ
(of) Allah
আল্লাহর (দিকে)
falaysa
فَلَيْسَ
then not
তবে সে নয়
bimuʿ'jizin
بِمُعْجِزٍ
he can escape
(আল্লাহকে) ব্যর্থ করে দিতে সক্ষম
فِى
in
মধ্যে
l-arḍi
ٱلْأَرْضِ
the earth
পৃথিবীর
walaysa
وَلَيْسَ
and not
আর নেই
lahu
لَهُۥ
for him
তার জন্যে
min
مِن
besides Him
ব্যতীত
dūnihi
دُونِهِۦٓ
besides Him
তিনি
awliyāu
أَوْلِيَآءُۚ
protectors
কোন পৃষ্ঠপোষক
ulāika
أُو۟لَٰٓئِكَ
Those
ঐসব লোক
فِى
(are) in
(পড়ে আছে) মধ্যে
ḍalālin
ضَلَٰلٍ
error
বিভ্রান্তির
mubīnin
مُّبِينٍ
clear"
সুস্পষ্ট"

Transliteration:

Wa mal laa yujib daa'iyal laahi falaisa bimu'jizin fil ardi wa laisa lahoo min dooniheee awliyaaa'; ulaaa ika fee dalaalim mubeen (QS. al-ʾAḥq̈āf:32)

English Sahih International:

But he who does not respond to the Caller of Allah will not cause failure [to Him] upon earth, and he will not have besides Him any protectors. Those are in manifest error." (QS. Al-Ahqaf, Ayah ৩২)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর যে আল্লাহর দিকে আহবানকারীর প্রতি সাড়া দিবে না, দুনিয়াতে সে আল্লাহকে ব্যর্থ করতে পারবে না, আর আল্লাহকে বাদ দিয়ে নেই তার কোন সাহায্যকারী, পৃষ্ঠপোষক। তারা আছে সুস্পষ্ট গুমরাহীতে। (আল আহক্বাফ, আয়াত ৩২)

Tafsir Ahsanul Bayaan

কেউ যদি আল্লাহর দিকে আহবানকারীর আহবানে সাড়া না দেয়, তাহলে সে পৃথিবীতে আল্লাহর অভিপ্রায় ব্যর্থ করতে পারবে না[১] এবং আল্লাহ ছাড়া তাদের কোন সাহায্যকারী থাকবে না।[২] তারাই সুস্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে।’

[১] অর্থাৎ, এমন হতেই পারে না যে, সে সুবিশাল ও সুপ্রসারিত পৃথিবীর কোথাও এমনভাবে আত্মগোপন করে নেবে যে, আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যাবে।

[২] যে তাকে আল্লাহর শাস্তি থেকে বাঁচিয়ে নেবে। অর্থাৎ, না সে নিজে আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারবে, আর না অন্য কারো সাহায্যে তা সম্ভব হবে।

Tafsir Abu Bakr Zakaria

আর যে আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া না দেয় তবে সে যমীনে আল্লাহ্‌কে অপারগকারী নয়। আর আল্লাহ ছাড়া তার কোন অভিভাবক নেই। তারাই সুস্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে।

Tafsir Bayaan Foundation

আর যে আল্লাহর দিকে আহবানকারীর ডাকে সাড়া দেবে না সে যমীনে তাকে অপারগকারী নয়। আর আল্লাহ ছাড়া তার কোন অভিভাবক নেই। এরাই স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছে।

Muhiuddin Khan

আর যে ব্যক্তি আল্লাহর দিকে আহবানকারীর কথা মানবে না, সে পৃথিবীতে আল্লাহকে অপারক করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত তার কোন সাহায্যকারী থাকবে না। এ ধরনের লোকই প্রকাশ্য পথভ্রষ্টতায় লিপ্ত।

Zohurul Hoque

আর যে আল্লাহ্‌র আহবায়কের প্রতি সাড়া দেয় না, সে তবে পৃথিবীতে কিছুতেই এড়িয়ে যাবার পাত্র নয়, আর তাঁকে বাদ দিয়ে তার জন্য কোনো বন্ধুবান্ধবও থাকবে না। এরাই সুস্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে।