Skip to content

কুরআন মজীদ সূরা আল আহক্বাফ আয়াত ২

Qur'an Surah Al-Ahqaf Verse 2

আল আহক্বাফ [৪৬]: ২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

تَنْزِيْلُ الْكِتٰبِ مِنَ اللّٰهِ الْعَزِيْزِ الْحَكِيْمِ (الأحقاف : ٤٦)

tanzīlu
تَنزِيلُ
(The) revelation
অবতীর্ণ করা
l-kitābi
ٱلْكِتَٰبِ
(of) the Book
এই কিতাব
mina
مِنَ
(is) from
পক্ষ হতে
l-lahi
ٱللَّهِ
Allah
আল্লাহর
l-ʿazīzi
ٱلْعَزِيزِ
the All-Mighty
(যিনি) পরাক্রমশালী
l-ḥakīmi
ٱلْحَكِيمِ
the All-Wise
মহাবিজ্ঞ

Transliteration:

Tanzeelul Kitaabi minal laahil-'Azeezil Hakeem (QS. al-ʾAḥq̈āf:2)

English Sahih International:

The revelation of the Book is from Allah, the Exalted in Might, the Wise. (QS. Al-Ahqaf, Ayah ২)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

কিতাব অবতীর্ণ হয়েছে মহা পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নিকট হতে। (আল আহক্বাফ, আয়াত ২)

Tafsir Ahsanul Bayaan

এ কিতাব পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহর নিকট হতে অবতীর্ণ।

Tafsir Abu Bakr Zakaria

এ কিতাব পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহর কাছ থেকে নাযিলকৃত;

Tafsir Bayaan Foundation

এই কিতাব মহা পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নিকট থেকে নাযিলকৃত।

Muhiuddin Khan

এই কিতাব পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ।

Zohurul Hoque

এ গ্রন্থের অবতারণ আল্লাহ্‌র কাছ থেকে, যিনি মহাশক্তিশালী, পরমজ্ঞানী।