Skip to content

কুরআন মজীদ সূরা আল আহক্বাফ আয়াত ১২

Qur'an Surah Al-Ahqaf Verse 12

আল আহক্বাফ [৪৬]: ১২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَمِنْ قَبْلِهٖ كِتٰبُ مُوْسٰٓى اِمَامًا وَّرَحْمَةً ۗوَهٰذَا كِتٰبٌ مُّصَدِّقٌ لِّسَانًا عَرَبِيًّا لِّيُنْذِرَ الَّذِيْنَ ظَلَمُوْا ۖوَبُشْرٰى لِلْمُحْسِنِيْنَ (الأحقاف : ٤٦)

wamin
وَمِن
And before it
এবং
qablihi
قَبْلِهِۦ
And before it
তার পূর্বে
kitābu
كِتَٰبُ
(was the) Scripture
কিতাব (এসেছে)
mūsā
مُوسَىٰٓ
(of) Musa
মুসার
imāman
إِمَامًا
(as) a guide
পথ প্রদর্শক
waraḥmatan
وَرَحْمَةًۚ
and a mercy
ও অনুগ্রহ (স্বরূপ)
wahādhā
وَهَٰذَا
And this
এবং এই
kitābun
كِتَٰبٌ
(is) a Book
কিতাব
muṣaddiqun
مُّصَدِّقٌ
confirming
(তার) সত্যায়নকারী/ সমর্থক
lisānan
لِّسَانًا
(in) language
ভাষায়
ʿarabiyyan
عَرَبِيًّا
Arabic
আরবী
liyundhira
لِّيُنذِرَ
to warn
যেন সতর্ক করে
alladhīna
ٱلَّذِينَ
those who
(তাদেরকে) যারা
ẓalamū
ظَلَمُوا۟
do wrong
যুলুম করেছে
wabush'rā
وَبُشْرَىٰ
and (as) a glad tidings
এবং সুসংবাদ (দেয়)
lil'muḥ'sinīna
لِلْمُحْسِنِينَ
for the good-doers
সৎকর্মশীলদের জন্যে

Transliteration:

Wa min qablihee kitaabu Moosaaa imaamanw-wa rahmah; wa haazaa Kitaabum musad diqul lisaanan 'Arabiyyal liyunziral lazeena zalamoo wa bushraa lilmuhsineen (QS. al-ʾAḥq̈āf:12)

English Sahih International:

And before it was the scripture of Moses to lead and as a mercy. And this is a confirming Book in an Arabic tongue to warn those who have wronged and as good tidings to the doers of good. (QS. Al-Ahqaf, Ayah ১২)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অথচ ইতোপূর্বে মূসার কিতাব এসেছিল পথপ্রদর্শক ও রহমত স্বরূপ। আর (এখন অবতীর্ণ) এ কিতাব তার সমর্থক, আরবী ভাষায়, যালিমদেরকে সতর্ক করার জন্য আর সৎকর্মশীলদেরকে সুসংবাদ দেয়ার জন্য। (আল আহক্বাফ, আয়াত ১২)

Tafsir Ahsanul Bayaan

এর পূর্বে ছিল মূসার গ্রন্থ আদর্শ ও করুণাস্বরূপ। আর এই সমর্থক গ্রন্থ আরবী ভাষায়, যাতে এটা সীমালংঘনকারীদেরকে সতর্ক করে এবং তা সৎকর্মশীলদের জন্য সুসংবাদবাহক।

Tafsir Abu Bakr Zakaria

আর এর আগে ছিল মূসার কিতাব পথ প্রদর্শক ও রহমতস্বরূপ। আর এ কিতাব (তার) সত্যায়নকারী, আরবী ভাষায়, যেন তা যালিমদেরকে সতর্ক করে, আর তা মুহসিনদের জন্য সুসংবাদ [১]।

[১] এ আয়াত থেকে প্রমাণ পাওয়া গেল যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম কোন অভিনব রাসূল এবং কুরআন কোন অভিনব কিতাব নয় যে, এতে ঈমান আনতে আপত্তি হবে। বরং এর আগে মূসা আলাইহিস সালাম রাসূলরূপে আগমন করেছেন এবং তার প্রতি তাওরাত নাযিল হয়েছিল। ইহুদী ও নাসারা এমনকি কাফেরদের অনেকেই তা স্বীকার করে। [দেখুন, তাবারী।]

Tafsir Bayaan Foundation

আর এর পূর্বে এসেছিল মূসার কিতাব পথপ্রদর্শক ও রহমতস্বরূপ। আর এটি তার সত্যায়নকারী কিতাব, আরবী ভাষায়; যাতে এটা যালিমদেরকে সতর্ক করতে পারে এবং তা ইনসাফকারীদের জন্য এক সুসংবাদ।

Muhiuddin Khan

এর আগে মূসার কিতাব ছিল পথপ্রদর্শক ও রহমতস্বরূপ। আর এই কিতাব তার সমর্থক আরবী ভাষায়, যাতে যালেমদেরকে সতর্ক করে এবং সৎকর্মপরায়ণদেরকে সুসংবাদ দেয়।

Zohurul Hoque

আর এর আগে ছিল মুসার গ্রন্থ -- অগ্রদূত ও করুণাস্বরূপ। আর এখানা হচ্ছে সত্যসমর্থনকারী কিতাব, আরবী ভাষায়, যেন এটি সতর্ক করতে পারে তাদের যারা অন্যায়াচরণ করছে, এবং সৎকর্মশীলদের জন্য হতে পারে সুসংবাদ স্বরূপ।