Skip to content

কুরআন মজীদ সূরা আল আহক্বাফ আয়াত ১

Qur'an Surah Al-Ahqaf Verse 1

আল আহক্বাফ [৪৬]: ১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

حٰمۤ ۚ (الأحقاف : ٤٦)

hha-meem
حمٓ
Ha Meem
হা-মীম

Transliteration:

Haa-Meeeem (QS. al-ʾAḥq̈āf:1)

English Sahih International:

Ha, Meem. (QS. Al-Ahqaf, Ayah ১)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

হা-মীম। (আল আহক্বাফ, আয়াত ১)

Tafsir Ahsanul Bayaan

হা- মীম।[১]

[১] সূরার শুরুতে বিচ্ছিন্ন এই অক্ষরগুলো সেই অস্পষ্ট আয়াতসমূহের অন্তর্ভুক্ত, যার জ্ঞান কেবল আল্লাহই রাখেন। কাজেই এগুলোর অর্থ ও তাৎপর্য জানার পশ্চাতে পড়ার কোন প্রয়োজন নেই। তথাপি কোন কোন মুফাসসির এগুলোর দু'টি উপকারিতার কথা বর্ণনা করেছেন; যা সূরা লুকমানের শুরুতে আলোচনা করা হয়েছে।

Tafsir Abu Bakr Zakaria

হা-মীম।

Tafsir Bayaan Foundation

হা-মীম।

Muhiuddin Khan

হা-মীম।

Zohurul Hoque

হা মীম!