Skip to content

কুরআন মজীদ সূরা আদ দোখান আয়াত ৫৮

Qur'an Surah Ad-Dukhan Verse 58

আদ দোখান [৪৪]: ৫৮ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

فَاِنَّمَا يَسَّرْنٰهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ (الدخان : ٤٤)

fa-innamā
فَإِنَّمَا
Indeed
(হে নাবী) মূলতঃ
yassarnāhu
يَسَّرْنَٰهُ
We have made it easy
তা (অর্থাৎ এ কিতাবকে) আমরা সহজ করে দিয়েছি
bilisānika
بِلِسَانِكَ
in your tongue
তোমার ভাষায়
laʿallahum
لَعَلَّهُمْ
so that they may
তারা যেন
yatadhakkarūna
يَتَذَكَّرُونَ
take heed
উপদেশ গ্রহণ করে

Transliteration:

Fa innamaa yassarnaahu bilisaanika la'allahum yatazakkaroon (QS. ad-Dukhān:58)

English Sahih International:

And indeed, We have eased it [i.e., the Quran] in your tongue that they might be reminded. (QS. Ad-Dukhan, Ayah ৫৮)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আমি তোমার ভাষায় কুরআনকে সহজ করে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে। (আদ দোখান, আয়াত ৫৮)

Tafsir Ahsanul Bayaan

আমি তোমার ভাষায় কুরআনকে সহজ করে দিয়েছি, যাতে মানুষ উপদেশ গ্রহণ করে।

Tafsir Abu Bakr Zakaria

অতঃপর নিশ্চয় আমরা আপনার ভাষায় কুরআনকে সহজ করে দিয়েছি, যাতে তারা উপদেশ গ্ৰহণ করে।

Tafsir Bayaan Foundation

অতঃপর আমি তো তোমার ভাষায় কুরআনকে সহজ করে দিয়েছি, যাতে তারা উপদেশ গ্রহণ করে।

Muhiuddin Khan

আমি আপনার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি, যাতে তারা স্মরণ রাখে।

Zohurul Hoque

সুতরাং আমরা নিশ্চয় এটিকে তোমার ভাষায় সহজ করে দিয়েছি যেন তারা মনোনিবেশ করতে পারে।