Skip to content

কুরআন মজীদ সূরা আদ দোখান আয়াত ৪৮

Qur'an Surah Ad-Dukhan Verse 48

আদ দোখান [৪৪]: ৪৮ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

ثُمَّ صُبُّوْا فَوْقَ رَأْسِهٖ مِنْ عَذَابِ الْحَمِيْمِۗ (الدخان : ٤٤)

thumma
ثُمَّ
Then
এরপর
ṣubbū
صُبُّوا۟
pour
তোমরা ঢালো
fawqa
فَوْقَ
over
উপর
rasihi
رَأْسِهِۦ
his head
তার মাথায়
min
مِنْ
of
থেকে
ʿadhābi
عَذَابِ
(the) punishment
শাস্তি
l-ḥamīmi
ٱلْحَمِيمِ
(of) the scalding water
ফুটন্ত পানির

Transliteration:

Summa subboo fawqa raasihee min 'azaabil hameem (QS. ad-Dukhān:48)

English Sahih International:

Then pour over his head from the torment of scalding water." (QS. Ad-Dukhan, Ayah ৪৮)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অতঃপর তার মাথার উপর ফুটন্ত পানি ঢেলে ‘আযাব দাও। (আদ দোখান, আয়াত ৪৮)

Tafsir Ahsanul Bayaan

অতঃপর ওর মাথায় ফুটন্ত পানি ঢেলে দিয়ে শাস্তি দাও--

Tafsir Abu Bakr Zakaria

তারপর তার মাথার উপর ফুটন্ত পানির শাস্তি ঢেলে দাও -

Tafsir Bayaan Foundation

তারপর তার মাথার উপর ফুটন্ত পানির আযাব ঢেলে দাও।

Muhiuddin Khan

অতঃপর তার মাথার উপর ফুটন্ত পানির আযাব ঢেলে দাও,

Zohurul Hoque

''তারপর তার মাথার উপরে ঢেলে দাও ফুটন্ত পানির শাস্তি,