কুরআন মজীদ সূরা আদ দোখান আয়াত ৪১
Qur'an Surah Ad-Dukhan Verse 41
আদ দোখান [৪৪]: ৪১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
يَوْمَ لَا يُغْنِيْ مَوْلًى عَنْ مَّوْلًى شَيْـًٔا وَّلَا هُمْ يُنْصَرُوْنَۙ (الدخان : ٤٤)
- yawma
- يَوْمَ
- (The) Day
- যেদিন
- lā
- لَا
- not
- না
- yugh'nī
- يُغْنِى
- will avail
- কাজে লাগবে
- mawlan
- مَوْلًى
- a relation
- কোনো বন্ধু
- ʿan
- عَن
- for
- জন্যে
- mawlan
- مَّوْلًى
- a relation
- (অপর) কোনো বন্ধুর
- shayan
- شَيْـًٔا
- anything
- কিছুমাত্র
- walā
- وَلَا
- and not
- আর না
- hum
- هُمْ
- they
- তাদের
- yunṣarūna
- يُنصَرُونَ
- will be helped
- সাহায্য করা হবে
Transliteration:
Yawma laa yughnee mawlan 'am mawlan shai'anw wa laa hum yunsaroon(QS. ad-Dukhān:41)
English Sahih International:
The Day when no relation will avail a relation at all, nor will they be helped – (QS. Ad-Dukhan, Ayah ৪১)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
যেদিন বন্ধু বন্ধুর কোন উপকারে আসবে না, আর তাদেরকে সাহায্যও করা হবে না। (আদ দোখান, আয়াত ৪১)
Tafsir Ahsanul Bayaan
সেদিন এক বন্ধু অপর বন্ধুর কোন কাজে আসবে না এবং ওরা সাহায্যপ্রাপ্ত হবে না। [১]
[১] যেমন অন্যত্র বলেছেন, ﴿فَإِذَ نُفِخَ فِي الصُّوْرِ فَلآ أَنْسَابَ بَيْنَهُمْ﴾ অর্থাৎ, যেদিন শিংগায় ফুৎকার দেয়া হবে সেদিন পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন থাকবে না এবং একে অপরের খোঁজ-খবরও নিবে না। (সূরা মু'মিনূন ২৩;১০১) তিনি আরো বলেছেন, ﴿وَلاَ يُسْئَلُ حَمِيْمٌ حَمِيْمًا﴾ অর্থাৎ, সুহূদ সৃহূদের খবর নিবে না। (সূরা মাআরিজ ৭০;১০ আয়াত)
Tafsir Abu Bakr Zakaria
সেদিন এক বন্ধু অন্য বন্ধুর কোন কাজে আসবে না এবং তারা সাহায্যও পাবে না।
Tafsir Bayaan Foundation
সেদিন এক বন্ধু অপর বন্ধুর কোন কাজে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না।
Muhiuddin Khan
যেদিন কোন বন্ধুই কোন বন্ধুর উপকারে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না।
Zohurul Hoque
যেদিন এক বন্ধু আরেক বন্ধুর থেকে কোনো প্রকারে লাভবান হবে না, আর তাদের সাহায্যও করা হবে না, --