Skip to content

কুরআন মজীদ সূরা আদ দোখান আয়াত ১৩

Qur'an Surah Ad-Dukhan Verse 13

আদ দোখান [৪৪]: ১৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اَنّٰى لَهُمُ الذِّكْرٰى وَقَدْ جَاۤءَهُمْ رَسُوْلٌ مُّبِيْنٌۙ (الدخان : ٤٤)

annā
أَنَّىٰ
How can
কেমন করে হবে
lahumu
لَهُمُ
(there be) for them
তাদের জন্যে
l-dhik'rā
ٱلذِّكْرَىٰ
the reminder
উপদেশ গ্রহণ (সম্ভব হবে)
waqad
وَقَدْ
when verily
অথচ নিশ্চয়ই
jāahum
جَآءَهُمْ
had come to them
তাদের কাছে এসেছে
rasūlun
رَسُولٌ
a Messenger
একজন রাসূল
mubīnun
مُّبِينٌ
clear
সুস্পষ্ট

Transliteration:

Annaa lahumuz zikraa wa qad jaaa'ahum Rasoolum mubeen (QS. ad-Dukhān:13)

English Sahih International:

How will there be for them a reminder [at that time]? And there had come to them a clear Messenger. (QS. Ad-Dukhan, Ayah ১৩)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তারা কীভাবে উপদেশ গ্রহণ করবে? তাদের কাছে তো এসেছে সুস্পষ্ট বর্ণনাকারী এক রসূল। (আদ দোখান, আয়াত ১৩)

Tafsir Ahsanul Bayaan

ওরা উপদেশ গ্রহণ করবে কি করে? ওদের নিকট তো স্পষ্ট ব্যাখ্যাদাতা এক রসূল এসেছিল।

Tafsir Abu Bakr Zakaria

তারা কি করে উপদেশ গ্ৰহণ করবে? অথচ ইতোপূর্বে তাদের কাছে এসেছে স্পষ্ট এক রাসূল;

Tafsir Bayaan Foundation

এখন কীভাবে তারা উপদেশ গ্রহণ করবে, অথচ ইতঃপূর্বে তাদের কাছে সুস্পষ্টভাবে বর্ণনাকারী রাসূল এসেছিল?

Muhiuddin Khan

তারা কি করে বুঝবে, অথচ তাদের কাছে এসেছিলেন স্পষ্ট বর্ণনাকারী রসূল।

Zohurul Hoque

কেমন ক’রে তাদের জন্য উপদেশ-গ্রন্থ হবে, অথচ তাদের কাছে একজন প্রকাশ্য রসূল এসেই গেছেন?