কুরআন মজীদ সূরা যুখরুফ আয়াত ৫৩
Qur'an Surah Az-Zukhruf Verse 53
যুখরুফ [৪৩]: ৫৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
فَلَوْلَٓا اُلْقِيَ عَلَيْهِ اَسْوِرَةٌ مِّنْ ذَهَبٍ اَوْ جَاۤءَ مَعَهُ الْمَلٰۤىِٕكَةُ مُقْتَرِنِيْنَ (الزخرف : ٤٣)
- falawlā
- فَلَوْلَآ
- Then why not
- না তবে কেন
- ul'qiya
- أُلْقِىَ
- are placed
- দেওয়া হলো
- ʿalayhi
- عَلَيْهِ
- on him
- তার উপর
- aswiratun
- أَسْوِرَةٌ
- bracelets
- বালা
- min
- مِّن
- of
- তৈরী
- dhahabin
- ذَهَبٍ
- gold
- সোনার
- aw
- أَوْ
- or
- বা
- jāa
- جَآءَ
- come
- আসলো (না কেন)
- maʿahu
- مَعَهُ
- with him
- তার সাথে
- l-malāikatu
- ٱلْمَلَٰٓئِكَةُ
- the Angels
- ফেরেশতারা
- muq'tarinīna
- مُقْتَرِنِينَ
- accompanying (him)?"
- দলবেঁধে"
Transliteration:
Falaw laa ulqiya 'alaihi aswiratum min zahabin awjaaa'a ma'ahul malaaa'ikatu muqtarineen(QS. az-Zukhruf:53)
English Sahih International:
Then why have there not been placed upon him bracelets of gold or come with him the angels in conjunction?" (QS. Az-Zukhruf, Ayah ৫৩)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
(সে যদি আল্লাহর রসূলই হয়ে থাকে) তাহলে তাঁকে কেন স্বর্ণ কঙ্কন দেয়া হল না? অথবা সারিবদ্ধভাবে ফেরেশতারা কেন তার সাথে আসল না? (যুখরুফ, আয়াত ৫৩)
Tafsir Ahsanul Bayaan
সে নবী হলে তাকে স্বর্ণের বালা দেওয়া হল না কেন[১] অথবা তার সঙ্গে দলবদ্ধভাবে ফিরিশতাগণ এল না কেন?’ [২]
[১] সে যুগে মিসর ও পারস্যের বাদশাহরা (জনসাধারণের উপর) পৃথক মর্যাদা ও বিশেষ সম্মানকে বিকশিত করার জন্য সোনার বালা পরিধান করত। অনুরূপ গোত্রের সর্দারদের হাতেও সোনার বালা এবং গলায় সোনার হার ও চেন পরিয়ে দেওয়া হত। আর এগুলোকে তাদের সর্দারির নিদর্শন মনে করা হত। এই জন্যই ফিরআউন মূসা (আঃ) সম্পর্কে বলল যে, যদি তাঁর কোন মর্যাদা ও পৃথক কোন বৈশিষ্ট্য থাকত, তবে তাঁর হাতে সোনার বালা থাকা উচিত ছিল।
[২] যাঁরা এ কথার সত্যায়ন করতেন যে, এ (মূসা) হলেন আল্লাহর রসূল। অথবা বাদশাহদের মত তাঁর মান-মর্যাদাকে প্রকাশ করার জন্য তাঁর সাথে থাকতেন।
Tafsir Abu Bakr Zakaria
‘তবে তাকে (মূসা) কেন দেয়া হল না স্বৰ্ণ-বলয় অথবা তার সংগে কেন আসল না ফেরেশতাগণ দলবদ্ধভাবে? ’
Tafsir Bayaan Foundation
‘তবে তাকে কেন স্বর্ণবলয় প্রদান করা হল না অথবা দলবদ্ধভাবে ফেরেশতাগণ তার সাথে কেন আসল না?’
Muhiuddin Khan
তাকে কেন স্বর্ণবলয় পরিধান করানো হল না, অথবা কেন আসল না তার সঙ্গে ফেরেশতাগণ দল বেঁধে?
Zohurul Hoque
''তবে কেন সোনার কঙ্কন তার প্রতি ছোড়া হল না, অথবা তার সঙ্গে কেন ফিরিশতারা এল না সারিবদ্ধভাবে।’’