কুরআন মজীদ সূরা হা-মীম সেজদাহ আয়াত ২৭
Qur'an Surah Fussilat Verse 27
হা-মীম সেজদাহ [৪১]: ২৭ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
فَلَنُذِيْقَنَّ الَّذِيْنَ كَفَرُوْا عَذَابًا شَدِيْدًاۙ وَّلَنَجْزِيَنَّهُمْ اَسْوَاَ الَّذِيْ كَانُوْا يَعْمَلُوْنَ (فصلت : ٤١)
- falanudhīqanna
- فَلَنُذِيقَنَّ
- But surely We will cause to taste
- সুতরাং আমরা আস্বাদন করাবোই
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- (তাদেরকে) যারা
- kafarū
- كَفَرُوا۟
- disbelieve
- অবিশ্বাস করেছে
- ʿadhāban
- عَذَابًا
- a punishment
- শাস্তি
- shadīdan
- شَدِيدًا
- severe
- কঠোর
- walanajziyannahum
- وَلَنَجْزِيَنَّهُمْ
- and surely We will recompense them
- এবং আমরা তাদেরকে প্রতিফল দিবোই
- aswa-a
- أَسْوَأَ
- (the) worst
- নিকৃষ্ট কাজের
- alladhī
- ٱلَّذِى
- (of) what
- যা
- kānū
- كَانُوا۟
- they used (to)
- তারা
- yaʿmalūna
- يَعْمَلُونَ
- do
- কাজ করেছিলো
Transliteration:
Falanuzeeqannal lazeena kafaroo 'azaaban shadeedanw wa lanajziyannahum aswallazee kaanoo ya'maloon(QS. Fuṣṣilat:27)
English Sahih International:
But We will surely cause those who disbelieve to taste a severe punishment, and We will surely recompense them for the worst of what they had been doing. (QS. Fussilat, Ayah ২৭)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
ফলতঃ আমি কাফিরদেরকে অবশ্য অবশ্যই কঠিন শাস্তি আস্বাদন করাব, আর আমি অবশ্য অবশ্যই তাদেরকে তাদের নিকৃষ্টতম কাজের অনুসারে প্রতিফল দিব। (হা-মীম সেজদাহ, আয়াত ২৭)
Tafsir Ahsanul Bayaan
আমি অবশ্যই সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে কঠিন শাস্তি আস্বাদন করাব এবং নিশ্চয়ই আমি ওদের নিকৃষ্ট কার্যকলাপের সাজা দেব। [১]
[১] অর্থাৎ, কিছু ভাল আমল থাকলেও তার কোনই মূল্য হবে না। যেমন, অতিথিসেবাপরায়ণতা এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ইত্যাদি। কেননা, ঈমান ধন থেকে তারা বঞ্চিত। অবশ্য পাপ কাজের বদলা তারা পাবে। যার মধ্যে পাকেপ্রকারে পবিত্র কুরআন শুনতে বাধা দেওয়ার মত পাপের বদলাও।
Tafsir Abu Bakr Zakaria
সুতরাং আমরা অবশ্যই কাফিরদেরকে কঠিন শাস্তি আস্বাদন করাব এবং অবশ্যই আমরা তাদেরকে তাদের নিকৃষ্ট কার্যকলাপের প্রতিফল দেব।
Tafsir Bayaan Foundation
সুতরাং আমি অবশ্যই কাফিরদেরকে কঠিন আযাব আস্বাদন করাব এবং আমি অবশ্যই তাদের কাজের নিকৃষ্টতম প্রতিদান দেব।
Muhiuddin Khan
আমি অবশ্যই কাফেরদেরকে কঠিন আযাব আস্বাদন করাব এবং আমি অবশ্যই তাদেরকে তাদের মন্দ ও হীন কাজের প্রতিফল দেব।
Zohurul Hoque
সেজন্য যারা অবিশ্বাস করে তাদের আমরা অবশ্যই কঠিন শাস্তি আস্বাদন করাব, আর তাদের অবশ্যই প্রতিদান দেব তারা যা গর্হিত কাজ করত তাই দিয়ে।