Skip to content

কুরআন মজীদ সূরা ছোয়াদ আয়াত ৭৬

Qur'an Surah Sad Verse 76

ছোয়াদ [৩৮]: ৭৬ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

قَالَ اَنَا۠ خَيْرٌ مِّنْهُ خَلَقْتَنِيْ مِنْ نَّارٍ وَّخَلَقْتَهٗ مِنْ طِيْنٍ (ص : ٣٨)

qāla
قَالَ
He said
সে বললো
anā
أَنَا۠
"I am
"আমি
khayrun
خَيْرٌ
better
বড়
min'hu
مِّنْهُۖ
than him
তার চেয়ে
khalaqtanī
خَلَقْتَنِى
You created me
আমাকে আপনি সৃষ্টি করেছেন
min
مِن
from
দিয়ে
nārin
نَّارٍ
fire
আগুন
wakhalaqtahu
وَخَلَقْتَهُۥ
and You created him
আর তাকে সৃষ্টি করেছেন
min
مِن
from
দিয়ে
ṭīnin
طِينٍ
clay"
মাটি"

Transliteration:

Qaala ana khairum minah; khalaqtanee min naarinw wa khalaqtahoo min teen (QS. Ṣād:76)

English Sahih International:

He said, "I am better than him. You created me from fire and created him from clay." (QS. Sad, Ayah ৭৬)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

সে বলল- আমি তার চেয়ে উত্তম, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। (ছোয়াদ, আয়াত ৭৬)

Tafsir Ahsanul Bayaan

সে বলল, ‘আমি আদম হতে শ্রেষ্ঠ। তুমি আমাকে আগুন হতে সৃষ্টি করেছ, আর ওকে সৃষ্টি করেছ কাদামাটি হতে।’ [১]

[১] অর্থাৎ, শয়তান তার বিকৃত মস্তিষ্কে এই ধারণা করেছিল যে, তার সৃষ্টির মূল উপাদান আগুন আদমের সৃষ্টির মূল উপাদান মাটির চেয়ে শ্রেষ্ঠ। অথচ আগুন, মাটি ইত্যাদি সব একই শ্রেণীর উপাদান ও কাছাকাছি প্রায় সমপর্যায়ের বস্তু। এই সব বস্তুকে এক অপরের উপর তখনই প্রাধান্য দেওয়া যাবে, যখন বহিরাগত কোন অতিরিক্ত কারণ পাওয়া যাবে। আর এই বহিরাগত কারণ আগুনের পরিবর্তে মাটিই অর্জন করেছে। তা এইভাবে যে, আল্লাহ তাআলা মাটি থেকেই আদম (আঃ)-কে নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তাতে আপন রূহ ফুঁকেছেন। এই দিক দিয়ে মাটিই আগুনের চেয়ে বেশি সম্মান ও মর্যাদা অর্জন করেছে। এ ছাড়াও আগুনের কাজ হল পুড়িয়ে নষ্ট করে দেওয়া, আর মাটি হল তার বিপরীত; বিভিন্ন বস্তুর উৎপাদন ক্ষেত্র।

Tafsir Abu Bakr Zakaria

সে বলল, 'আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন কাদা থেকে৷'

Tafsir Bayaan Foundation

সে বলল, ‘আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে সৃষ্টি করেছেন অগ্নি থেকে আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে।’

Muhiuddin Khan

সে বললঃ আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুনের দ্বারা সৃষ্টি করেছেন, আর তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা।

Zohurul Hoque

সে বললে -- ''আমি তার চেয়েও শ্রেষ্ঠ। আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করেছ, আর তাকে সৃষ্টি করেছ কাদা থেকে।”