কুরআন মজীদ সূরা ছোয়াদ আয়াত ৫৩
Qur'an Surah Sad Verse 53
ছোয়াদ [৩৮]: ৫৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
هٰذَا مَا تُوْعَدُوْنَ لِيَوْمِ الْحِسَابِ (ص : ٣٨)
- hādhā
- هَٰذَا
- This
- এই (সব নিয়ামাত)
- mā
- مَا
- (is) what
- যা
- tūʿadūna
- تُوعَدُونَ
- you are promised
- তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে
- liyawmi
- لِيَوْمِ
- for (the) Day
- দিনের জন্যে
- l-ḥisābi
- ٱلْحِسَابِ
- (of) Account
- বিচারের
Transliteration:
Haaza maa too'odoona li Yawmil Hisaab(QS. Ṣād:53)
English Sahih International:
This is what you, [the righteous], are promised for the Day of Account. (QS. Sad, Ayah ৫৩)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
এসব হল যা তোমাদেরকে হিসাবের দিনে দেয়ার ওয়া‘দা দেয়া হচ্ছে। (ছোয়াদ, আয়াত ৫৩)
Tafsir Ahsanul Bayaan
বিচার দিনের জন্য তোমাদের এরই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।
Tafsir Abu Bakr Zakaria
এটা হিসেবের দিনের জন্য তোমাদেরকে দেয়া প্ৰতিশ্রুতি।
Tafsir Bayaan Foundation
হিসাব দিবস সম্পর্কে তোমাদেরকে এ ওয়াদাই দেয়া হয়েছিল।
Muhiuddin Khan
তোমাদেরকে এরই প্রতিশ্রুতি দেয়া হচ্ছে বিচার দিবসের জন্যে।
Zohurul Hoque
''এটিই সেই যা তোমাদের ওয়াদা করা হয়েছিল হিসেব-নিকেশের দিনের জন্য।