কুরআন মজীদ সূরা আস-সাফফাত আয়াত ৯২
Qur'an Surah As-Saffat Verse 92
আস-সাফফাত [৩৭]: ৯২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
مَا لَكُمْ لَا تَنْطِقُوْنَ (الصافات : ٣٧)
- mā
- مَا
- What (is)
- কি
- lakum
- لَكُمْ
- for you
- তোমাদের হয়েছে
- lā
- لَا
- not
- না
- tanṭiqūna
- تَنطِقُونَ
- you speak?"
- তোমরা কথা বলো"
Transliteration:
Maa lakum laa tantiqoon(QS. aṣ-Ṣāffāt:92)
English Sahih International:
What is [wrong] with you that you do not speak?". (QS. As-Saffat, Ayah ৯২)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
কী হয়েছে আপনাদের, কথা বলছেন না কেন? (আস-সাফফাত, আয়াত ৯২)
Tafsir Ahsanul Bayaan
তোমাদের কি হয়েছে যে, তোমরা কথা বল না?’
Tafsir Abu Bakr Zakaria
'তোমাদের কী হয়েছে যে তোমরা কথা বল না?'
Tafsir Bayaan Foundation
‘তোমাদের কী হয়েছে যে, তোমরা কথা বলছ না’?
Muhiuddin Khan
তোমাদের কি হল যে, কথা বলছ না?
Zohurul Hoque
''তোমাদের কী হয়েছে যে তোমরা কথা বলছ না?’’