কুরআন মজীদ সূরা আস-সাফফাত আয়াত ৮৪
Qur'an Surah As-Saffat Verse 84
আস-সাফফাত [৩৭]: ৮৪ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
اِذْ جَاۤءَ رَبَّهٗ بِقَلْبٍ سَلِيْمٍۙ (الصافات : ٣٧)
- idh
- إِذْ
- When
- (স্মরণ করো) যখন
- jāa
- جَآءَ
- he came
- সে এসেছিলো
- rabbahu
- رَبَّهُۥ
- (to) his Lord
- তার রবের (কাছে)
- biqalbin
- بِقَلْبٍ
- with a heart
- নিয়ে অন্তর
- salīmin
- سَلِيمٍ
- sound
- বিশুদ্ধ
Transliteration:
Iz jaaa'a Rabbahoo bi qalbin saleem(QS. aṣ-Ṣāffāt:84)
English Sahih International:
When he came to his Lord with a sound heart (QS. As-Saffat, Ayah ৮৪)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
সে যখন তার প্রতিপালকের কাছে বিশুদ্ধ অন্তর নিয়ে হাজির হল, (আস-সাফফাত, আয়াত ৮৪)
Tafsir Ahsanul Bayaan
স্মরণ কর, সে তার প্রতিপালকের নিকট সুস্থ হৃদয়ে উপস্থিত হয়েছিল;
Tafsir Abu Bakr Zakaria
স্মরণ করুন, যখন তিনি তার রবের কাছে উপস্থিত হয়েছিলেন বিশুদ্ধচিত্তে [১] ;
[১] সুদী বলেন, অর্থাৎ শির্কমুক্ত হয়ে আল্লাহর কাছে আসলেন। [তাবারী]
Tafsir Bayaan Foundation
যখন সে বিশুদ্ধচিত্তে তার রবের নিকট উপস্থিত হয়েছিল।
Muhiuddin Khan
যখন সে তার পালনকর্তার নিকট সুষ্ঠু চিত্তে উপস্থিত হয়েছিল,
Zohurul Hoque
স্মরণ কর! তিনি তাঁর প্রভুর কাছে এসেছিলেন বিশুদ্ধ চিত্ত নিয়ে, --