কুরআন মজীদ সূরা আস-সাফফাত আয়াত ৬০
Qur'an Surah As-Saffat Verse 60
আস-সাফফাত [৩৭]: ৬০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
اِنَّ هٰذَا لَهُوَ الْفَوْزُ الْعَظِيْمُ (الصافات : ٣٧)
- inna
- إِنَّ
- Indeed
- নিশ্চয়ই
- hādhā
- هَٰذَا
- this
- এটা
- lahuwa
- لَهُوَ
- surely
- অবশ্যই সেই
- l-fawzu
- ٱلْفَوْزُ
- (is) the attainment
- সাফল্য
- l-ʿaẓīmu
- ٱلْعَظِيمُ
- great
- মহা
Transliteration:
Inna haazaa falya'ma lil'aamiloon(QS. aṣ-Ṣāffāt:60)
English Sahih International:
Indeed, this is the great attainment. (QS. As-Saffat, Ayah ৬০)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
এটাই তো মহাসাফল্য। (আস-সাফফাত, আয়াত ৬০)
Tafsir Ahsanul Bayaan
নিশ্চয়ই এ মহাসাফল্য। [১]
[১] কারণ, জাহান্নাম থেকে পরিত্রাণ ও জান্নাতের নিয়ামতের অধিকারী হওয়া থেকে বড় কৃতকার্যতা আর কি আছে?
Tafsir Abu Bakr Zakaria
এটা তো অবশ্যই মহাসাফল্য।
Tafsir Bayaan Foundation
‘নিশ্চয় এটি মহাসাফল্য!’
Muhiuddin Khan
নিশ্চয় এই মহা সাফল্য।
Zohurul Hoque
''নিশ্চয়ই এই -- এটিই তো মহাসাফল্য!’’