কুরআন মজীদ সূরা আস-সাফফাত আয়াত ৪৪
Qur'an Surah As-Saffat Verse 44
আস-সাফফাত [৩৭]: ৪৪ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
عَلٰى سُرُرٍ مُّتَقٰبِلِيْنَ (الصافات : ٣٧)
- ʿalā
- عَلَىٰ
- On
- উপর
- sururin
- سُرُرٍ
- thrones
- আসনসমূহের (সমাসীন হবে)
- mutaqābilīna
- مُّتَقَٰبِلِينَ
- facing each other
- মুখোমুখী হয়ে
Transliteration:
'Alaa sururim mutaqaa bileen(QS. aṣ-Ṣāffāt:44)
English Sahih International:
On thrones facing one another. (QS. As-Saffat, Ayah ৪৪)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
উচ্চাসনে মুখোমুখী হয়ে (আস-সাফফাত, আয়াত ৪৪)
Tafsir Ahsanul Bayaan
তারা মুখোমুখি হয়ে পালঙ্কে আসীন হবে।
Tafsir Abu Bakr Zakaria
মুখোমুখি হয়ে আসনে আসীন হবে।
Tafsir Bayaan Foundation
মুখোমুখি পালঙ্কে।
Muhiuddin Khan
মুখোমুখি হয়ে আসনে আসীন।
Zohurul Hoque
তখতের উপরে মুখোমুখি হয়ে রইবে।