কুরআন মজীদ সূরা আস-সাফফাত আয়াত ৪১
Qur'an Surah As-Saffat Verse 41
আস-সাফফাত [৩৭]: ৪১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
اُولٰۤىِٕكَ لَهُمْ رِزْقٌ مَّعْلُوْمٌۙ (الصافات : ٣٧)
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- Those
- ঐসব লোক
- lahum
- لَهُمْ
- for them
- তাদের জন্যে আছে
- riz'qun
- رِزْقٌ
- (will be) a provision
- জীবিকা
- maʿlūmun
- مَّعْلُومٌ
- determined
- নির্ধারিত
Transliteration:
Ulaaa'ika lahum rizqum ma'loom(QS. aṣ-Ṣāffāt:41)
English Sahih International:
Those will have a provision determined – (QS. As-Saffat, Ayah ৪১)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তাদের জন্য আছে নির্ধারিত রিযক- (আস-সাফফাত, আয়াত ৪১)
Tafsir Ahsanul Bayaan
তাদের জন্য আছে নির্ধারিত রুযী।
Tafsir Abu Bakr Zakaria
তাদের জন্য আছে নির্ধারিত রিযিক---
Tafsir Bayaan Foundation
তাদের জন্য থাকবে নির্ধারিত রিয্ক,
Muhiuddin Khan
তাদের জন্যে রয়েছে নির্ধারিত রুযি।
Zohurul Hoque
এরাই -- এদের জন্য রয়েছে সুপরিচিত রিযেক,