কুরআন মজীদ সূরা আস-সাফফাত আয়াত ১৫৯
Qur'an Surah As-Saffat Verse 159
আস-সাফফাত [৩৭]: ১৫৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
سُبْحٰنَ اللّٰهِ عَمَّا يَصِفُوْنَۙ (الصافات : ٣٧)
- sub'ḥāna
- سُبْحَٰنَ
- Glory be
- পবিত্র
- l-lahi
- ٱللَّهِ
- (to) Allah
- আল্লাহ
- ʿammā
- عَمَّا
- above what
- তা হ'তে যা
- yaṣifūna
- يَصِفُونَ
- they attribute
- তারা আরোপ করে
Transliteration:
Subhaanal laahi 'ammaa yasifoon(QS. aṣ-Ṣāffāt:159)
English Sahih International:
Exalted is Allah above what they describe, (QS. As-Saffat, Ayah ১৫৯)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তারা যা বলে আল্লাহ সে সব (দোষ-ত্রুটি) থেকে পবিত্র। (আস-সাফফাত, আয়াত ১৫৯)
Tafsir Ahsanul Bayaan
ওরা যা বলে, তা হতে আল্লাহ পবিত্র, মহান।
Tafsir Abu Bakr Zakaria
তারা (মুশরিকরা) যা আরোপ করে তা থেকে আল্লাহ্ পবিত্ৰ, মহান---
Tafsir Bayaan Foundation
আল্লাহ সে সব থেকে অতিপবিত্র ও মহান, যা তারা আরোপ করে,
Muhiuddin Khan
তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র।
Zohurul Hoque
আল্লাহ্রই সব মহিমা! তারা যা আরোপ করে তা থেকে বহু ঊর্ধ্বে, --