Skip to content

কুরআন মজীদ সূরা আস-সাফফাত আয়াত ১৪৭

Qur'an Surah As-Saffat Verse 147

আস-সাফফাত [৩৭]: ১৪৭ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَاَرْسَلْنٰهُ اِلٰى مِائَةِ اَلْفٍ اَوْ يَزِيْدُوْنَۚ (الصافات : ٣٧)

wa-arsalnāhu
وَأَرْسَلْنَٰهُ
And We sent him
এবং তাকে আমরা পাঠালাম
ilā
إِلَىٰ
to
প্রতি
mi-ati
مِا۟ئَةِ
a hundred
একশত
alfin
أَلْفٍ
thousand
হাজার (অর্থাৎ এক লক্ষ)
aw
أَوْ
or
বা
yazīdūna
يَزِيدُونَ
more
আরও বেশী (লোকদের কাছে)

Transliteration:

Wa arsalnaahu ilaa mi'ati alfin aw yazeedoon (QS. aṣ-Ṣāffāt:147)

English Sahih International:

And We sent him to [his people of] a hundred thousand or more. (QS. As-Saffat, Ayah ১৪৭)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অতঃপর তাকে এক লাখ বা তার চেয়ে বেশি লোকের কাছে পাঠালাম। (আস-সাফফাত, আয়াত ১৪৭)

Tafsir Ahsanul Bayaan

তাকে আমি এক লাখ বা তার বেশী লোকের প্রতি প্রেরণ করেছিলাম।

Tafsir Abu Bakr Zakaria

আর তাকে আমরা একলক্ষ বা তার চেয়ে বেশী লোকের প্রতি পাঠিয়েছিলাম।

Tafsir Bayaan Foundation

এবং তাকে আমি এক লক্ষ বা তার চেয়েও বেশী লোকের কাছে পাঠালাম।

Muhiuddin Khan

এবং তাঁকে, লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করলাম।

Zohurul Hoque

আর আমরা তাঁকে পাঠিয়েছিলাম এক লাখ বা আরো বেশী লোকের কাছে,