Skip to content

কুরআন মজীদ সূরা আস-সাফফাত আয়াত ১৩৯

Qur'an Surah As-Saffat Verse 139

আস-সাফফাত [৩৭]: ১৩৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَاِنَّ يُوْنُسَ لَمِنَ الْمُرْسَلِيْنَۗ (الصافات : ٣٧)

wa-inna
وَإِنَّ
And indeed
এবং নিশ্চয়ই
yūnusa
يُونُسَ
Yunus
ইউনূসও (ছিলো)
lamina
لَمِنَ
(was) surely of
অবশ্যই অন্যতম
l-mur'salīna
ٱلْمُرْسَلِينَ
the Messengers
রাসূলদের

Transliteration:

Wa inna Yoonusa laminal mursaleen (QS. aṣ-Ṣāffāt:139)

English Sahih International:

And indeed, Jonah was among the messengers. (QS. As-Saffat, Ayah ১৩৯)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

ইউনুসও ছিল রসূলদের একজন। (আস-সাফফাত, আয়াত ১৩৯)

Tafsir Ahsanul Bayaan

নিশ্চয় ইউনুসও ছিল রসূলদের একজন।

Tafsir Abu Bakr Zakaria

আর নিশ্চয় ইউনুস ছিলেন রাসূলদের একজন।

Tafsir Bayaan Foundation

আর নিশ্চয় ইউনুসও ছিল রাসূলদের একজন।

Muhiuddin Khan

আর ইউনুসও ছিলেন পয়গম্বরগণের একজন।

Zohurul Hoque

আর নিশ্চয়ই ইউনুস ছিলেন রসূলগণের অন্যতম।