Skip to content

কুরআন মজীদ সূরা আস-সাফফাত আয়াত ১০৪

Qur'an Surah As-Saffat Verse 104

আস-সাফফাত [৩৭]: ১০৪ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَنَادَيْنٰهُ اَنْ يّٰٓاِبْرٰهِيْمُ ۙ (الصافات : ٣٧)

wanādaynāhu
وَنَٰدَيْنَٰهُ
And We called out to him
এবং তাকে আমরা ডাক দিলাম
an
أَن
that
যে
yāib'rāhīmu
يَٰٓإِبْرَٰهِيمُ
"O Ibrahim!
"হে ইব্রাহীম

Transliteration:

Wa naadainaahu ai yaaaa Ibraheem (QS. aṣ-Ṣāffāt:104)

English Sahih International:

We called to him, "O Abraham, (QS. As-Saffat, Ayah ১০৪)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তখন আমি তাকে ডাক দিলাম, ‘হে ইবরাহীম! (আস-সাফফাত, আয়াত ১০৪)

Tafsir Ahsanul Bayaan

তখন আমি ডেকে বললাম, ‘হে ইব্রাহীম!

Tafsir Abu Bakr Zakaria

তখন আমরা তাকে ডেকে বললাম, ‘হে ইবরাহীম!

Tafsir Bayaan Foundation

তখন আমি তাকে আহবান করে বললাম, ‘হে ইবরাহীম,

Muhiuddin Khan

তখন আমি তাকে ডেকে বললামঃ হে ইব্রাহীম,

Zohurul Hoque

তখনই আমরা তাঁকে ডেকে বললাম -- ''হে ইব্রাহীম!