Skip to content

কুরআন মজীদ সূরা আস-সাফফাত আয়াত ১০২

Qur'an Surah As-Saffat Verse 102

আস-সাফফাত [৩৭]: ১০২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يٰبُنَيَّ اِنِّيْٓ اَرٰى فِى الْمَنَامِ اَنِّيْٓ اَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرٰىۗ قَالَ يٰٓاَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُۖ سَتَجِدُنِيْٓ اِنْ شَاۤءَ اللّٰهُ مِنَ الصّٰبِرِيْنَ (الصافات : ٣٧)

falammā
فَلَمَّا
Then when
অতঃপর যখন
balagha
بَلَغَ
he reached
পৌঁছলো
maʿahu
مَعَهُ
the (age of) working with him
তার সাথে
l-saʿya
ٱلسَّعْىَ
the (age of) working with him
চলাফেরার (বয়সে)
qāla
قَالَ
he said
সে বললো
yābunayya
يَٰبُنَىَّ
"O my son!
"হে আমার পুত্র
innī
إِنِّىٓ
Indeed, I
নিশ্চয়ই আমি
arā
أَرَىٰ
have seen
দেখেছি
فِى
in
মধ্যে
l-manāmi
ٱلْمَنَامِ
the dream
স্বপ্নের
annī
أَنِّىٓ
that I am
যে আমি
adhbaḥuka
أَذْبَحُكَ
sacrificing you
তোমাকে জবাই করছি
fa-unẓur
فَٱنظُرْ
so look
তাই ভেবে দেখো
mādhā
مَاذَا
what
কি
tarā
تَرَىٰۚ
you consider"
তোমার মত"
qāla
قَالَ
He said
সে বললো
yāabati
يَٰٓأَبَتِ
"O my father!
"হে আমার পিতা
if'ʿal
ٱفْعَلْ
Do
আপনি করুন
مَا
what
যা
tu'maru
تُؤْمَرُۖ
you are commanded
আপনাকে আদেশ করা হয়েছে
satajidunī
سَتَجِدُنِىٓ
You will find me
আমাকে আপনি পাবেন
in
إِن
if
যদি
shāa
شَآءَ
Allah wills
ইচ্ছে করে
l-lahu
ٱللَّهُ
Allah wills
আল্লাহ
mina
مِنَ
of
অন্তর্ভুক্ত
l-ṣābirīna
ٱلصَّٰبِرِينَ
the patient ones"
ধৈর্য্যশীলদের"

Transliteration:

Falamma balagha ma'a hus sa'ya qaala yaa buniya inneee araa fil manaami anneee azbahuka fanzur maazaa taraa; qaala yaaa abatif 'al maa tu'maru satajidunee in shaaa'allaahu minas saabireen (QS. aṣ-Ṣāffāt:102)

English Sahih International:

And when he reached with him [the age of] exertion, he said, "O my son, indeed I have seen in a dream that I [must] sacrifice you, so see what you think." He said, "O my father, do as you are commanded. You will find me, if Allah wills, of the steadfast." (QS. As-Saffat, Ayah ১০২)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অতঃপর সে যখন তার পিতার সাথে চলাফিরা করার বয়সে পৌঁছল, তখন ইবরাহীম (আঃ) বলল, ‘বৎস! আমি স্বপ্নে দেখেছি যে, আমি তোমাকে যবেহ করছি, এখন বল, তোমার অভিমত কী? সে বলল, ‘হে পিতা! আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন, আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলই পাবেন। (আস-সাফফাত, আয়াত ১০২)

Tafsir Ahsanul Bayaan

অতঃপর সে যখন তার পিতার সঙ্গে চলা-ফেরার বয়সে উপনীত হল,[১] তখন ইব্রাহীম তাকে বলল, ‘হে বেটা! আমি স্বপ্নে দেখি যে, তোমাকে যবেহ করছি; এখন তোমার অভিমত কি বল।’[২] সে বলল, ‘আব্বা! আপনাকে যা আদেশ করা হয়েছে, আপনি তা পালন করুন। ইনশাআল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীলরূপে পাবেন।’

[১] অর্থাৎ, চলাফেরা করার মত বা সাবালক হওয়ার নিকটবর্তী হল। অনেকে বলেন, তাঁর বয়স যখন তেরো বছর হল।

[২] পয়গম্বরগণের স্বপ্নও প্রত্যাদেশ ও আল্লাহর আদেশই হয়। ফলে তাঁদের জন্য তা পালন করা জরুরী। পুত্র আল্লাহর আদেশ পালনে কতটা প্রস্তুত আছে, তা জানার উদ্দেশ্যে তিনি পুত্রের সাথে পরামর্শ করেন।

Tafsir Abu Bakr Zakaria

অতঃপর তিনি যখন তার পিতার সাথে কাজ করার মত বয়সে উপনীত হলেন, তখন ইবরাহীম বললেন, 'হে প্রিয় বৎস! আমি স্বপ্নে দেখি যে, তোমাকে আমি যবেহ করছি [১], এখন তোমার অভিমত কি বল?' তিনি বললেন, 'হে আমার পিতা! আপনি যা আদেশপ্ৰাপ্ত হয়েছেন তা-ই করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন।'

[১] কাতাদাহ বলেন, নবী-রাসূলদের স্বপ্ন ওহী হয়ে থাকে। তারা যখন স্বপ্নে কিছু দেখতেন সেটা বাস্তবে রূপ দিতেন। [তাবারী।]

Tafsir Bayaan Foundation

অতঃপর যখন সে তার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল, তখন সে বলল, ‘হে প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি যে, আমি তোমাকে যবেহ করছি, অতএব দেখ তোমার কী অভিমত’; সে বলল, ‘হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে, আপনি তাই করুন। আমাকে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন’।

Muhiuddin Khan

অতঃপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হল, তখন ইব্রাহীম তাকে বললঃ বৎস! আমি স্বপ্নে দেখিযে, তোমাকে যবেহ করছি; এখন তোমার অভিমত কি দেখ। সে বললঃ পিতাঃ! আপনাকে যা আদেশ করা হয়েছে, তাই করুন। আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারী পাবেন।

Zohurul Hoque

তারপর যখন সে তাঁর সঙ্গে কাজ করার যোগ্যতায় উপনীত হল তখন তিনি বললেন -- ''হে আমার পুত্রধন! নিঃসন্দেহ আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে কুরবানি করছি, অতএব ভেবে দেখো -- কী তুমি দেখছো ।’’ তিনি বললেন -- ''হে আমার আব্বা! আপনি তাই করুন যা আপনাকে আদেশ করা হয়েছে। ইন-শা-আল্লাহ্ আপনি এখনি আমাকে পাবেন অধ্যবসায়ীদের অন্তর্ভুক্ত।