Skip to content

কুরআন মজীদ সূরা সাবা আয়াত ৪৯

Qur'an Surah Saba Verse 49

সাবা [৩৪]: ৪৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

قُلْ جَاۤءَ الْحَقُّ وَمَا يُبْدِئُ الْبَاطِلُ وَمَا يُعِيْدُ (سبإ : ٣٤)

qul
قُلْ
Say
বলো
jāa
جَآءَ
"Has come
"এসেছে
l-ḥaqu
ٱلْحَقُّ
the truth
সত্য
wamā
وَمَا
and not
এবং না
yub'di-u
يُبْدِئُ
(can) originate
নতুন সৃষ্টি করতে পারে
l-bāṭilu
ٱلْبَٰطِلُ
the falsehood
অসত্য
wamā
وَمَا
and not
আর না
yuʿīdu
يُعِيدُ
repeat"
পুনরাবৃত্তি করতে (অর্থাৎ কিছুই পারে না)"

Transliteration:

Qul jaaa'al haqqu wa maa yubdi'ul baatilu wa maa yu'eed (QS. Sabaʾ:49)

English Sahih International:

Say, "The truth has come, and falsehood can neither begin [anything] nor repeat [it]." (QS. Saba, Ayah ৪৯)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

বল- সত্য এসে গেছে, আর মিথ্যের নতুন করে আবির্ভাবও ঘটবে না, আর তার পুনরাবৃত্তিও হবে না। (সাবা, আয়াত ৪৯)

Tafsir Ahsanul Bayaan

বল, ‘সত্য এসেছে এবং অসত্য নতুন কিছু সৃজন করতে পারে না এবং পারে না পুনরাবৃত্তি ঘটাতে।’ [১]

[১] হক বা সত্য হল কুরআন আর বাতিল বা অসত্য হল শিরক ও কুফর। উদ্দেশ্য হল, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দ্বীন এবং তাঁর কুরআন এসে গেছে, যার দ্বারা বাতিল চূর্ণ-বিচূর্ণ ও নিশ্চিহ্ন হয়ে গেছে, এখন আর সে মাথা উঠানোর ক্ষমতা রাখে না। যেমন তিনি বলেছেন, (بَلْ نَقْذِفُ بِالْحَقِّ عَلَى الْبَاطِلِ فَيَدْمَغُهُ فَإِذَا هُوَ زَاهِقٌ) অর্থাৎ, বরং আমি সত্য দ্বারা মিথ্যার উপর আঘাত হানি; সুতরাং তা মিথ্যাকে চূর্ণ-বিচূর্ণ করে দেয়; ফলে মিথ্যা নিশ্চিহ্ন হয়ে যায়। (আম্বিয়া ২১;১৮ আয়াত) হাদীসে বর্ণনা হয়েছে, যেদিন মক্কা বিজয় হয়, নবী (সাঃ) কা'বা শরীফে প্রবেশ করে চারিদিকে যে সব মূর্তি স্থাপন করা ছিল, তিনি ধনুকের ডগা দিয়ে সেই মূর্তিগুলিকে খোঁচা মারছিলেন আর উক্ত আয়াত ও সূরা বানী ইস্রাঈলের ১৭;৮১ আয়াত (وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِل) পড়ছিলেন। (বুখারীঃ জিহাদ অধ্যায়)

Tafsir Abu Bakr Zakaria

বলুন, 'সত্য এসেছে, আর অসত্য না পারে নতুন কিছু সৃজন করতে এবং না পারে পুনরাবৃত্তি করতে [১]'

[১] এখানে বাতিল বলে ইবলীস বুঝানো হয়েছে। [বাগভী]

Tafsir Bayaan Foundation

বল, ‘সত্য এসেছে এবং বাতিল কিছু সৃষ্টি করতে পারে না, আর কিছু পুনরাবৃত্তিও করতে পারে না।’

Muhiuddin Khan

বলুন, সত্য আগমন করেছে এবং অসত্য না পারে নতুন কিছু সৃজন করতে এবং না পারে পূনঃ প্রত্যাবর্তিত হতে।

Zohurul Hoque

তুমি বলো -- ''সত্য এসেই গেছে, আর মিথ্যার উৎপত্তি হবে না, আর এর পুনরুদ্ভবও হবে না।’’