কুরআন মজীদ সূরা আল ইমরান আয়াত ৮৪
Qur'an Surah Ali 'Imran Verse 84
আল ইমরান [৩]: ৮৪ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
قُلْ اٰمَنَّا بِاللّٰهِ وَمَآ اُنْزِلَ عَلَيْنَا وَمَآ اُنْزِلَ عَلٰٓى اِبْرٰهِيْمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَآ اُوْتِيَ مُوْسٰى وَعِيْسٰى وَالنَّبِيُّوْنَ مِنْ رَّبِّهِمْۖ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْهُمْۖ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ (آل عمران : ٣)
- qul
- قُلْ
- Say
- তুমি বল
- āmannā
- ءَامَنَّا
- "We believed
- ''আমরা ঈমান এনেছি
- bil-lahi
- بِٱللَّهِ
- in Allah
- আল্লাহর উপর
- wamā
- وَمَآ
- and what
- ও যা কিছু
- unzila
- أُنزِلَ
- (is) revealed
- নাযিল করা হয়েছে
- ʿalaynā
- عَلَيْنَا
- on us
- আমাদের উপর
- wamā
- وَمَآ
- and what
- ও যা কিছু
- unzila
- أُنزِلَ
- was revealed
- নাযিল করা হয়েছে
- ʿalā
- عَلَىٰٓ
- on
- উপর
- ib'rāhīma
- إِبْرَٰهِيمَ
- Ibrahim
- ইবরাহীমের
- wa-is'māʿīla
- وَإِسْمَٰعِيلَ
- and Ismail
- ও ইসমাঈলের
- wa-is'ḥāqa
- وَإِسْحَٰقَ
- and Ishaq
- ও ইসহাকের
- wayaʿqūba
- وَيَعْقُوبَ
- and Yaqub
- ও ইয়াকুবের
- wal-asbāṭi
- وَٱلْأَسْبَاطِ
- and the descendents
- এবং (তাদের) বংশধরদের (উপর)
- wamā
- وَمَآ
- and what
- এবং যা কিছু
- ūtiya
- أُوتِىَ
- was given
- দেওয়া হয়েছে
- mūsā
- مُوسَىٰ
- (to) Musa
- মূসাকে
- waʿīsā
- وَعِيسَىٰ
- and Isa
- ও ঈসাকে
- wal-nabiyūna
- وَٱلنَّبِيُّونَ
- and the Prophets
- ও নবীদেরকে
- min
- مِن
- from
- পক্ষ হতে
- rabbihim
- رَّبِّهِمْ
- their Lord
- তাদের রবের
- lā
- لَا
- Not
- না
- nufarriqu
- نُفَرِّقُ
- we make distinction
- আমরা পার্থক্য করি
- bayna
- بَيْنَ
- between
- মাঝে
- aḥadin
- أَحَدٍ
- any
- কারো
- min'hum
- مِّنْهُمْ
- of them
- তাদের মধ্যকার
- wanaḥnu
- وَنَحْنُ
- and we
- আর আমরা
- lahu
- لَهُۥ
- to Him
- তারই কাছে
- mus'limūna
- مُسْلِمُونَ
- (are) submissive
- আত্মসমর্পণকারী (অর্থাৎ মুসলমান)
Transliteration:
Qul aamannaa billaahi wa maaa unzila 'alainaa wa maaa unzila 'alaaa Ibraaheema wa Ismaa'eela wa Ishaaqa wa Ya'qooba wal Asbaati wa maaa ootiya Moosaa wa 'Eesaa wan Nabiyyoona mir Rabbihim laa nufarriqu baina ahadim minhum wa nahnu lahoo muslimoon(QS. ʾĀl ʿImrān:84)
English Sahih International:
Say, "We have believed in Allah and in what was revealed to us and what was revealed to Abraham, Ishmael, Isaac, Jacob, and the Descendants [al-Asbat], and in what was given to Moses and Jesus and to the prophets from their Lord. We make no distinction between any of them, and we are Muslims [submitting] to Him." (QS. Ali 'Imran, Ayah ৮৪)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
বল, ‘আমরা আল্লাহর উপর এবং আমাদের প্রতি ও ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তাঁর বংশধরের প্রতি যা কিছু অবতীর্ণ হয়েছে এবং মূসা, ঈসা ও অন্যান্য নাবীগণকে তাঁদের প্রতিপালকের পক্ষ হতে যা কিছু দেয়া হয়েছে তার উপর ঈমান এনেছি; আমরা তাঁদের মধ্যে কোন পার্থক্য করি না এবং আমরা তাঁরই কাছে আত্মসমর্পিত।’ (আল ইমরান, আয়াত ৮৪)
Tafsir Ahsanul Bayaan
বল, ‘আমরা আল্লাহতে এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং ইব্রাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব ও তাঁর বংশধরগণের প্রতি যা অবতীর্ণ হয়েছিল এবং যা মূসা, ঈসা ও অন্যান্য নবীগণকে তাদের প্রতিপালকের নিকট থেকে প্রদান করা হয়েছে, তাতে বিশ্বাস করি,[১] আমরা তাদের মধ্যে কোন পার্থক্য করি না এবং আমরা তাঁরই নিকট আত্মসমর্পণকারী।’
[১] অর্থাৎ, প্রত্যেক সত্য নবীদের প্রতি এই বিশ্বাস রাখতে হবে যে, তাঁরা সব সব সময়ে আল্লাহর পক্ষ হতে প্রেরিত ছিলেন। অনুরূপ তাঁদের উপর যে কিতাব ও সহীফা নাযিল হয়েছিল, তা সবই আসমানী কিতাব এবং বাস্তবিকই তা আল্লাহ কর্তৃক অবতীর্ণ। আর এ কথাও বিশ্বাস করতে হবে যে, সমূহ আসমানী কিতাবের মধ্যে কুরআন কারীম হল সর্বোত্তম কিতাব। এখন কেবল এই কিতাবের উপরই আমল হবে। কারণ, কুরআন পূর্বের সমস্ত কিতাবকে রহিত করে দিয়েছে।
Tafsir Abu Bakr Zakaria
বলুন, ‘আমরা আল্লাহ্তে ও আমাদের প্রতি যা নাযিল হয়েছে এবং ইব্রাহীম, ইসমা’ঈল, ইসহাক, ইয়া’কূব ও তাঁর বংশধরগণের প্রতি যা নাযিল হয়েছিল এবং যা মূসা, ‘ঈসা ও অন্যান্য নবীগণকে তাঁদের রবের পক্ষ থেকে প্রদান করা হয়েছিল তাতে ঈমান এনেছি; আমরা তাঁদের কারও মধ্যে কোন তারতম্য করি না। আর আমরা তাঁরই কাছে আত্মসমর্পণকারী।’
Tafsir Bayaan Foundation
বল, ‘আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং যা নাযিল করা হয়েছে আমাদের উপর, আর যা নাযিল হয়েছে ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকূব ও তাদের সন্তানদের উপর। আর যা দেয়া হয়েছে মূসা, ঈসা ও অন্যান্য নবীকে তাদের রবের পক্ষ থেকে, আমরা তাদের কারো মধ্যে পার্থক্য করি না এবং আমরা তারই প্রতি আত্মসমর্পণকারী’।
Muhiuddin Khan
বলুন, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা কিছু অবতীর্ণ হয়েছে আমাদের উপর, ইব্রাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তাঁদের সন্তানবর্গের উপর আর যা কিছু পেয়েছেন মূসা ও ঈসা এবং অন্যান্য নবী রসূলগণ তাঁদের পালনকর্তার পক্ষ থেকে। আমরা তাঁদের কারো মধ্যে পার্থক্য করি না। আর আমরা তাঁরই অনুগত।
Zohurul Hoque
তুমি বলো -- ''আমরা বিশ্বাস করি আল্লাহ্তে আর যা আমাদের কাছে অবতীর্ণ হয়েছে, আর যা নাযিল হয়েছিল ইব্রাহীম ও ইসমাইল ও ইসহাক ও ইয়াকুব ও গোত্রদের কাছে, আর যা দেওয়া হয়েছিল মূসাকে ও ঈসাকে ও নবীদের তাঁদের প্রভুর তরফ থেকে। আমরা তাঁদের কোনো একজনের মধ্যেও পার্থক্য করি না, আর তাঁরই কাছে আমরা আত্মসমর্পণকারী।’’