কুরআন মজীদ সূরা আল আনকাবুত আয়াত ৫৪
Qur'an Surah Al-'Ankabut Verse 54
আল আনকাবুত [২৯]: ৫৪ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
يَسْتَعْجِلُوْنَكَ بِالْعَذَابِۗ وَاِنَّ جَهَنَّمَ لَمُحِيْطَةٌ ۢ بِالْكٰفِرِيْنَۙ (العنكبوت : ٢٩)
- yastaʿjilūnaka
- يَسْتَعْجِلُونَكَ
- They ask you to hasten
- তোমার (কাছে) দাবী করে এগিয়ে আনতে
- bil-ʿadhābi
- بِٱلْعَذَابِ
- the punishment
- বিষয়টি শাস্তির
- wa-inna
- وَإِنَّ
- And indeed
- অথচ নিশ্চয়ই
- jahannama
- جَهَنَّمَ
- Hell
- জাহান্নাম
- lamuḥīṭatun
- لَمُحِيطَةٌۢ
- will surely encompass
- অবশ্যই পরিবেষ্টনকারী
- bil-kāfirīna
- بِٱلْكَٰفِرِينَ
- the disbelievers
- নিয়ে কাফেরদেরকে
Transliteration:
Yasta'jiloonak bil'azaab; wa inna Jahannama lamuhee tatum bilkaafireen(QS. al-ʿAnkabūt:54)
English Sahih International:
They urge you to hasten the punishment. And indeed, Hell will be encompassing of the disbelievers (QS. Al-'Ankabut, Ayah ৫৪)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তারা তোমাকে তাড়াতাড়ি শাস্তি আনতে বলে। জাহান্নাম কাফিরদেরকে ঠিকই ঘেরাও করে ফেলবে। (আল আনকাবুত, আয়াত ৫৪)
Tafsir Ahsanul Bayaan
ওরা তোমাকে শাস্তি ত্বরান্বিত করতে বলে। আর জাহান্নাম তো অবিশ্বাসীদেরকে অবশ্যই পরিবেষ্টন করবে। [১]
[১] প্রথম يَسْتَعْجِلُونَكَ খবর রূপে বর্ণিত হয়েছে এবং দ্বিতীয়টি আশ্চর্য প্রকাশরূপে। অর্থাৎ এটা আশ্চর্যের বিষয় যে, শাস্তির স্থান জাহান্নাম তাদেরকে আপন পরিবেষ্টনে রেখেছে। এর পরেও তারা শাস্তির জন্য তাড়াতাড়ি করছে? অথচ প্রতিটি জিনিস যা আসবে তা অতি নিকটবর্তীই হয়, তাকে তারা দূরে কেন ভাবছে? অথবা তা তাকীদের জন্য পুনরুক্ত হয়েছে।
Tafsir Abu Bakr Zakaria
তারা আপনাকে শাস্তি ত্বরান্বিত করতে বলে, আর জাহান্নাম তো কাফিরদেরকে পরিবেষ্টন করবেই।
Tafsir Bayaan Foundation
তারা তোমাকে আযাব ত্বরান্বিত করতে বলে, আর নিশ্চয় জাহান্নাম কাফিরদেরকে পরিবেষ্টন করবে।
Muhiuddin Khan
তারা আপনাকে আযাব ত্বরান্বিত করতে বলে; অথচ জাহান্নাম কাফেরদেরকে ঘেরাও করছে।
Zohurul Hoque
তারা তোমার কাছে শাস্তির জন্যে তাড়াহুড়ো করে। আর বস্তুত জাহান্নাম তো অবিশ্বাসীদের ঘিরেই রয়েছে।