Skip to content

কুরআন মজীদ সূরা আল কাসাস আয়াত ৫

Qur'an Surah Al-Qasas Verse 5

আল কাসাস [২৮]: ৫ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَنُرِيْدُ اَنْ نَّمُنَّ عَلَى الَّذِيْنَ اسْتُضْعِفُوْا فِى الْاَرْضِ وَنَجْعَلَهُمْ اَىِٕمَّةً وَّنَجْعَلَهُمُ الْوٰرِثِيْنَ ۙ (القصص : ٢٨)

wanurīdu
وَنُرِيدُ
And We wanted
এবং আমরা চাই
an
أَن
to
যে
namunna
نَّمُنَّ
bestow a favor
আমরা অনুগ্রহ করবো
ʿalā
عَلَى
upon
(তাদের) উপর
alladhīna
ٱلَّذِينَ
those who
যাদেরকে
us'tuḍ'ʿifū
ٱسْتُضْعِفُوا۟
were oppressed
দূর্বল করে রাখা হয়েছিলো
فِى
in
মধ্যে
l-arḍi
ٱلْأَرْضِ
the land
দেশের
wanajʿalahum
وَنَجْعَلَهُمْ
and make them
এবং আমরা করবো তাদেরকে
a-immatan
أَئِمَّةً
leaders
নেতা
wanajʿalahumu
وَنَجْعَلَهُمُ
and make them
ও আমরা বানাবো তাদেরকে
l-wārithīna
ٱلْوَٰرِثِينَ
the inheritors
উত্তরাধিকারী

Transliteration:

Wa nureedu an namunna 'alal lazeenas tud'ifoo fil ardi wa naj'alahum a'immatanw wa naj'alahumul waariseen (QS. al-Q̈aṣaṣ:5)

English Sahih International:

And We wanted to confer favor upon those who were oppressed in the land and make them leaders and make them inheritors (QS. Al-Qasas, Ayah ৫)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

দেশে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল আমি তাদের প্রতি অনুগ্রহ করার ইচ্ছে করলাম, আর তাদেরকে নেতা ও উত্তরাধিকারী করার (ইচ্ছে করলাম)। (আল কাসাস, আয়াত ৫)

Tafsir Ahsanul Bayaan

সে দেশে যাদেরকে হীনবল করা হয়েছিল, আমি তাদের প্রতি অনুগ্রহ করতে, তাদেরকে নেতা ও দেশের উত্তরাধিকারী করতে ইচ্ছা করলাম। [১]

[১] অতঃপর এই রকমই হল। মহান আল্লাহ সেই দুর্বল ও দাস জাতিকে পূর্ব পশ্চিমের মালিক বানিয়ে দিলেন। (সূরা আ'রাফ ৭;১৩৭ আয়াত) সেই সঙ্গে তাদেরকে ধর্মীয় নেতা ও ইমাম বানিয়ে দিলেন।

Tafsir Abu Bakr Zakaria

আর আমরা ইচ্ছে করলাম, সে দেশে যাদেরকে হীনবল করা হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করতে এবং তাদেরকে নেতা বানাতে, আর তাদেরকে উত্তরধিকারী করতে;


Tafsir Bayaan Foundation

আর আমি চাইলাম সেই দেশে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করতে এবং তাদেরকে নেতা বানাতে, আর তাদেরকে উত্তরাধিকারী বানাতে।

Muhiuddin Khan

দেশে যাদেরকে দূর্বল করা হয়েছিল, আমার ইচ্ছা হল তাদের প্রতি অনুগ্রহ করার, তাদেরকে নেতা করার এবং তাদেরকে দেশের উত্তরাধিকারী করার।

Zohurul Hoque

আর আমরা চেয়েছিলাম যাদের পৃথিবীতে দুর্বল বানানো হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করতে। আর তাদের নেতা করতে আর তাদের উত্তরাধিকারী করতে,