Skip to content

কুরআন মজীদ সূরা আশ-শো'আরা আয়াত ৯৫

Qur'an Surah Ash-Shu'ara Verse 95

আশ-শো'আরা [২৬]: ৯৫ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَجُنُوْدُ اِبْلِيْسَ اَجْمَعُوْنَ ۗ (الشعراء : ٢٦)

wajunūdu
وَجُنُودُ
And (the) hosts
ও সৈন্যসামন্তদেরকে
ib'līsa
إِبْلِيسَ
(of) Iblis
ইবলীসের
ajmaʿūna
أَجْمَعُونَ
all together
সবাইকে

Transliteration:

Wa junoodu Ibleesa ajma'oon (QS. aš-Šuʿarāʾ:95)

English Sahih International:

And the soldiers of Iblees, all together. (QS. Ash-Shu'ara, Ayah ৯৫)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর ইবলীসের দলবল সবাইকে। (আশ-শো'আরা, আয়াত ৯৫)

Tafsir Ahsanul Bayaan

এবং ইবলীসের বাহিনীর সকলকেও। [১]

[১] এখানে 'বাহিনী' বলতে তার সেই চেলা-শিষ্যরা, যারা মানুষকে পথভ্রষ্ট করে।

Tafsir Abu Bakr Zakaria

এবং ইবলীসের বাহিনীর সকলকেও।

Tafsir Bayaan Foundation

আর ইবলীসের সকল সৈন্যবাহিনীকে।

Muhiuddin Khan

এবং ইবলীস বাহিনীর সকলকে।

Zohurul Hoque

আর ইবলীসের দলবল সকলকেও।