কুরআন মজীদ সূরা আশ-শো'আরা আয়াত ৭৮
Qur'an Surah Ash-Shu'ara Verse 78
আশ-শো'আরা [২৬]: ৭৮ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
الَّذِيْ خَلَقَنِيْ فَهُوَ يَهْدِيْنِ ۙ (الشعراء : ٢٦)
- alladhī
- ٱلَّذِى
- The One Who
- যিনি
- khalaqanī
- خَلَقَنِى
- created me
- আমাকে সৃষ্টি করেছেন
- fahuwa
- فَهُوَ
- and He
- অতঃপর তিনিই
- yahdīni
- يَهْدِينِ
- guides me
- আমাকে পথ দেখান
Transliteration:
Allazee khalaqanee fa Huwa yahdeen(QS. aš-Šuʿarāʾ:78)
English Sahih International:
Who created me, and He [it is who] guides me. (QS. Ash-Shu'ara, Ayah ৭৮)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তিনি আমাকে সৃষ্টি করেছেন অতঃপর তিনিই আমাকে পথ দেখান। (আশ-শো'আরা, আয়াত ৭৮)
Tafsir Ahsanul Bayaan
যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তিনিই আমাকে পথপ্রদর্শন করেন। [১]
[১] দ্বীন ও দুনিয়ার কল্যাণের দিকে।
Tafsir Abu Bakr Zakaria
‘যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনিই আমাকে হেদায়াত দিয়েছেন।
Tafsir Bayaan Foundation
‘যিনি আমাকে সৃষ্টি করেছেন। অতঃপর তিনিই আমাকে হিদায়াত দিয়েছেন।’
Muhiuddin Khan
যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনিই আমাকে পথপ্রদর্শন করেন,
Zohurul Hoque
''যিনি আমাকে সৃষ্টি করেছেন, তারপর তিনি আমাকে পথ দেখিয়েছেন,