Skip to content

কুরআন মজীদ সূরা আশ-শো'আরা আয়াত ৭৪

Qur'an Surah Ash-Shu'ara Verse 74

আশ-শো'আরা [২৬]: ৭৪ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

قَالُوْا بَلْ وَجَدْنَآ اٰبَاۤءَنَا كَذٰلِكَ يَفْعَلُوْنَ (الشعراء : ٢٦)

qālū
قَالُوا۟
They said
তারা বললো
bal
بَلْ
"Nay
"(না) বরং
wajadnā
وَجَدْنَآ
but we found
আমরা পেয়েছি
ābāanā
ءَابَآءَنَا
our forefathers
আমাদের বাপ দাদাদেরকে
kadhālika
كَذَٰلِكَ
like that -
এরূপই
yafʿalūna
يَفْعَلُونَ
doing"
তারা করতেন"

Transliteration:

Qaaloo bal wajadnaaa aabaaa 'anaa kazaalika yaf'aloon (QS. aš-Šuʿarāʾ:74)

English Sahih International:

They said, "But we found our fathers doing thus." (QS. Ash-Shu'ara, Ayah ৭৪)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তারা বলল- ‘না তবে আমরা আমাদের পিতৃদেরকে এরকম করতে দেখেছি।’ (আশ-শো'আরা, আয়াত ৭৪)

Tafsir Ahsanul Bayaan

ওরা বলল, ‘না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এরূপই করতে দেখেছি।’ [১]

[১] যখন তারা ইবরাহীম (আঃ)-এর প্রশ্নের সঠিক কোন উত্তর দিতে পারল না, তখন তারা উক্ত কথা বলে অব্যাহতি লাভ করল। যেমন আজ-কালও কুরআন-হাদীসের দলীল উপস্থাপিত করে কোন কুপ্রথা বর্জন করার কথা বললে বহু (দাদুপন্থী) লোক অনুরূপ ওজর পেশ করে বলে থাকে, আমরা বংশগতভাবে আমাদের বাপ-দাদাদেরকে এইরূপ করতে দেখে আসছি। অতএব আমরা এ সব ছাড়ব না!

Tafsir Abu Bakr Zakaria

তারা বলল, ‘না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি, তারা এরূপই করত।’

Tafsir Bayaan Foundation

তারা বলল, ‘বরং আমরা আমাদের পিতৃপুরুষদের পেয়েছি, তারা এরূপই করত’।

Muhiuddin Khan

তারা বললঃ না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি, তারা এরূপই করত।

Zohurul Hoque

তারা বললে -- ''না, আমাদের পিতৃপুরুষদের আমরা দেখতে পেয়েছি এইভাবে তারা করছে ।’’