কুরআন মজীদ সূরা আশ-শো'আরা আয়াত ৬৯
Qur'an Surah Ash-Shu'ara Verse 69
আশ-শো'আরা [২৬]: ৬৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ اِبْرٰهِيْمَ ۘ (الشعراء : ٢٦)
- wa-ut'lu
- وَٱتْلُ
- And recite
- আর পাঠ করে শুনাও
- ʿalayhim
- عَلَيْهِمْ
- to them
- কাছে তাদের
- naba-a
- نَبَأَ
- (the) news
- সংবাদ
- ib'rāhīma
- إِبْرَٰهِيمَ
- (of) Ibrahim
- ইবরাহীমের
Transliteration:
Watlu 'alaihim naba-a Ibraaheem(QS. aš-Šuʿarāʾ:69)
English Sahih International:
And recite to them the news of Abraham, (QS. Ash-Shu'ara, Ayah ৬৯)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
ওদেরকে ইবরাহীমের বৃত্তান্ত শুনিয়ে দাও। (আশ-শো'আরা, আয়াত ৬৯)
Tafsir Ahsanul Bayaan
ওদের নিকট ইব্রাহীমের বৃত্তান্ত বর্ণনা কর।
Tafsir Abu Bakr Zakaria
আর আপনি তাদের কাছে ইবরাহীমের বৃত্তান্ত বর্ণনা করুন।
Tafsir Bayaan Foundation
আর তুমি তাদের নিকট ইবরাহীমের ঘটনা বর্ণনা কর,
Muhiuddin Khan
আর তাদেরকে ইব্রাহীমের বৃত্তান্ত শুনিয়ে দিন।
Zohurul Hoque
আর তুমি তাদের কাছে ইব্রাহীমের কাহিনী বর্ণনা করো।