Skip to content

কুরআন মজীদ সূরা আশ-শো'আরা আয়াত ৬৫

Qur'an Surah Ash-Shu'ara Verse 65

আশ-শো'আরা [২৬]: ৬৫ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَاَنْجَيْنَا مُوْسٰى وَمَنْ مَّعَهٗٓ اَجْمَعِيْنَ ۚ (الشعراء : ٢٦)

wa-anjaynā
وَأَنجَيْنَا
And We saved
এবং আমরা উদ্ধার করলাম
mūsā
مُوسَىٰ
Musa
মূসাকে
waman
وَمَن
and who
ও যারা (ছিলো)
maʿahu
مَّعَهُۥٓ
(were) with him
তাঁর সাথে
ajmaʿīna
أَجْمَعِينَ
all
সবাইকে

Transliteration:

Wa anjainaa Moosaa wa mam ma'ahooo ajma'een (QS. aš-Šuʿarāʾ:65)

English Sahih International:

And We saved Moses and those with him, all together. (QS. Ash-Shu'ara, Ayah ৬৫)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর মূসা ও তার সঙ্গী সবাইকে উদ্ধার করলাম। (আশ-শো'আরা, আয়াত ৬৫)

Tafsir Ahsanul Bayaan

এবং মূসা ও তার সঙ্গী সকলকে আমি উদ্ধার করলাম।

Tafsir Abu Bakr Zakaria

এবং আমরা উদ্ধার করলাম মূসা ও তার সঙ্গী সকলকে,

Tafsir Bayaan Foundation

আর আমি মূসা ও তার সাথে যারা ছিল সকলকে উদ্ধার করলাম,

Muhiuddin Khan

এবং মূসা ও তাঁর সংগীদের সবাইকে বাঁচিয়ে দিলাম।

Zohurul Hoque

আর মূসাকে ও তাঁর সঙ্গে যারা ছিল সে-সবাইকে আমরা উদ্ধার করেছিলাম।