Skip to content

কুরআন মজীদ সূরা আশ-শো'আরা আয়াত ৪৬

Qur'an Surah Ash-Shu'ara Verse 46

আশ-শো'আরা [২৬]: ৪৬ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

فَاُلْقِيَ السَّحَرَةُ سٰجِدِيْنَ ۙ (الشعراء : ٢٦)

fa-ul'qiya
فَأُلْقِىَ
Then fell down
তখন পড়ে গেলো
l-saḥaratu
ٱلسَّحَرَةُ
the magicians
জাদুকররা
sājidīna
سَٰجِدِينَ
prostrate
সিজদাকারী হিসেবে

Transliteration:

Fa ulqiyas saharatu saajideen (QS. aš-Šuʿarāʾ:46)

English Sahih International:

So the magicians fell down in prostration [to Allah]. (QS. Ash-Shu'ara, Ayah ৪৬)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তখন যাদুকররা সিজদায় লুটিয়ে পড়ল। (আশ-শো'আরা, আয়াত ৪৬)

Tafsir Ahsanul Bayaan

তখন যাদুকরেরা সিজদাবনত হল,

Tafsir Abu Bakr Zakaria

তখন জাদুকরেরা সিজদাবনত হয়ে পড়ল।

Tafsir Bayaan Foundation

ফলে যাদুকররা সিজদাবনত হয়ে পড়ল।

Muhiuddin Khan

তখন জাদুকররা সেজদায় নত হয়ে গেল।

Zohurul Hoque

তখন জাদুকররা লুটিয়ে পড়ল সিজদাবনত হয়ে,