Skip to content

কুরআন মজীদ সূরা আশ-শো'আরা আয়াত ২১০

Qur'an Surah Ash-Shu'ara Verse 210

আশ-শো'আরা [২৬]: ২১০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَمَا تَنَزَّلَتْ بِهِ الشَّيٰطِيْنُ (الشعراء : ٢٦)

wamā
وَمَا
And not
এবং না
tanazzalat
تَنَزَّلَتْ
have brought it down
অবতীর্ণ করেছে
bihi
بِهِ
have brought it down
নিয়ে তা
l-shayāṭīnu
ٱلشَّيَٰطِينُ
the devils
শয়তানরা

Transliteration:

Wa maa tanazzalat bihish Shayaateen (QS. aš-Šuʿarāʾ:210)

English Sahih International:

And the devils have not brought it [i.e., the revelation] down. (QS. Ash-Shu'ara, Ayah ২১০)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

শয়ত্বানরা তা (অর্থাৎ কুরআন) নিয়ে অবতরণ করেনি। (আশ-শো'আরা, আয়াত ২১০)

Tafsir Ahsanul Bayaan

শয়তান তা নিয়ে অবতরণ করেনি।

Tafsir Abu Bakr Zakaria

আর শয়তানরা এটাসহ নাযিল হয়নি।

Tafsir Bayaan Foundation

আর শয়তানরা তা নিয়ে অবতরণ করেনি।

Muhiuddin Khan

এই কোরআন শয়তানরা অবতীর্ণ করেনি।

Zohurul Hoque

আর শয়তানরা এ নিয়ে অবতরণ করে নি,